শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইকে স্টিকার ও মডিফিকেশন করলে কি আইনি জটিলতা হতে পারে?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

বাইকে স্টিকার ও মডিফিকেশন করলে কি আইনি জটিলতা হতে পারে?

মোটরসাইকেল শুধুই এক ধরনের বাহন নয়, এটি অনেকের কাছে আবেগের স্থান। অনেকের মধ্যেই থাকে এক ধরনের প্রবণতা ‘আমার বাইক অন্যদের থেকে আলাদা হবে।’ এই অনন্যতা প্রদর্শনের জন্য ব্যবহারকারীরা প্রায়ই করে ফেলেন বেআইনি মডিফিকেশন। তবে বাইক মডিফিকেশন বা স্টিকার পরিবর্তন সবসময় আইন সম্মত নয়।

বাইক মডিফিকেশন কী?

যে কোনো বাইকের মূল অবস্থার পরিবর্তন, যেমন স্টিকার, সিট, ইঞ্জিন, লাইট, বডি পার্টস—সবই বাইক মডিফিকেশনের আওতায় পড়ে।

আইনের দিক থেকে নির্দেশনা

বিআরটিএ’র (BRTA) সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে বাইকের কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ। এতে অন্তর্ভুক্ত রয়েছে: বাইকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সিট সংখ্যা, চাকার বেস, চাকার আকার, ইন্ডিকেটর লাইট, ব্রেক, গিয়ার, এক্সস্ট সিস্টেম বা ধোঁয়া নির্গমন ব্যবস্থা ইত্যাদি। এই অংশগুলোর অনুমতি ছাড়া পরিবর্তন করা আইন বিরুদ্ধে।

তবে বাইকের কিছু অংশ অনুমোদিত ওয়ার্কশপে পরিবর্তন বা প্রতিস্থাপন করা যায়, যেমন স্ট্যান্ডার্ড অংশ পরিবর্তন বা রঙ পরিবর্তন। এ ক্ষেত্রে আলাদা কোনো অনুমতির প্রয়োজন হয় না।


বিজ্ঞাপন


sticker

কোন মডিফিকেশন করা যাবে?

হেডলাইট ও ডিআরএল লাইট: মূল হ্যালোজেন লাইট পরিবর্তন করে এলইডি লাইট ব্যবহার করা যায়। হেডলাইটের পাশে থাকা ছোট ডিআরএল লাইটের রঙ পরিবর্তনেও কোনো সমস্যা নেই।

মাডগার্ড ও চাকা: মাডগার্ড পরিবর্তন এবং চাকার রিমে রঙ পরিবর্তন করা যাবে। রিম যদি সমর্থন করে, টায়ার পরিবর্তনও সম্ভব।

হ্যান্ডেলবার: থ্রিডি বা পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা যায়। অবশ্য, দক্ষ কারিগরের সাহায্য প্রয়োজন।

রিয়ার ভিউ মিরর: আয়নার আকার পরিবর্তন করা যাবে, তবে বাইক চালানোর সময় মিরর থাকা বাধ্যতামূলক।

বাম্পার ও ইঞ্জিন গার্ড: বাম্পার পরিবর্তন বা খুলে রাখা যাবে। ইঞ্জিনে গার্ড লাগানো বা সরানোও সম্ভব।

সিট: একাধিক ভাগের সিট এক ভাগের সিটে পরিবর্তন করা যায়, যদি বাইকের সাথে ফিটিং থাকে।

ফুট পেগ ও সাস্পেনশন: ফুট পেগের রাবার কভার পরিবর্তন করা যাবে। সামনের সাস্পেনশন পরিবর্তন অনুমোদিত ওয়ার্কশপ থেকে সম্ভব।

sticker_pic

সাইলেন্সার: একই মডেলের বা কম শব্দ বের করে এমন এক্সস্ট সাইলেন্সার ব্যবহার করা যাবে।

টেইল লাইট সংলগ্ন প্লেট ও পিছনের হ্যান্ডেল: প্লেট পরিবর্তন বা হ্যান্ডেল পরিবর্তন করা যাবে, যেমন গোলাকার বা বার হ্যান্ডেল।

সতর্কতা

বাইক মডিফিকেশনের সময় অবশ্যই আইন ও নিরাপত্তা মেনে কাজ করতে হবে। কিছু অংশ যেমন পুরো হেডলাইট বা এক্সস্ট সিস্টেম পরিবর্তন সম্পূর্ণ আইনবিরুদ্ধ। তাই মডিফিকেশন করার আগে বিআরটিএ’র নির্দেশনা ও অনুমোদিত ওয়ার্কশপের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: ইলেকট্রিক অ্যাপাচি আনার পরিকল্পনা টিভিএসের

এইভাবে, সঠিকভাবে মডিফিকেশন করলে বাইককে নিজের স্টাইল অনুযায়ী সাজানো সম্ভব, আর আইনি ঝুঁকি থেকেও নিরাপদ থাকা যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর