প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা বিএমডব্লিউ মোটররাড তাদের নতুন যুগের শহুরে পরিবহনের দিশা দেখাতে আন্তর্জাতিক মঞ্চে উন্মোচন করল অভিনব ইলেকট্রিক স্কুটার কনসেপ্ট – ভিশন সিই। জার্মানির আইএএ মবিলিটি ২০২৫-এ প্রথমবার প্রকাশিত এই একক-চাকা স্কুটার শুধু আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির প্রদর্শন নয়, বরং শহুরে যাতায়াতের ধরণ সম্পূর্ণ বদলে দেওয়ার সম্ভাবনা দেখায়।
হেলমেট ছাড়াই রাইডিং
বিজ্ঞাপন
ভিশন সিই আসলে ২৫ বছর আগে লঞ্চ হওয়া বিএমডব্লিউ সি১ মডেলের প্রতি শ্রদ্ধা। এবারও সংস্থা আনেছে এক অভিনব ধারণা—হেলমেট বা ভারী রাইডিং গিয়ার ছাড়াই নিরাপদে রাস্তায় চলার সুযোগ। স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ মেটাল টিউব কেজ, যা রাইডারের চারপাশে একটি নিরাপত্তা সেল তৈরি করে। এর সঙ্গে রয়েছে বিশেষভাবে ডিজাইন করা আসন ও সিটবেল্ট, যা রাইডারকে রোল কেজের সঙ্গে বেঁধে রাখে। ফলে হেলমেট ছাড়াও রাইডিংয়ের সময় সুরক্ষা নিশ্চিত হয়।

আধুনিক ও ভবিষ্যৎমুখী নকশা
ভিশন সিই-এর নকশায় আধুনিকতার ছাপ স্পষ্ট। লোয়ার কেজের ওপেন ও এয়ারি কাঠামো স্কুটারটিকে হালকা অথচ গতিশীল ভিজ্যুয়াল আকর্ষণ দিয়েছে। লম্বা চাকা-ফ্রেম স্কুটারটিকে আরও স্ট্রেচড ও প্রিমিয়াম লুক দিয়েছে। পুরো গঠন তৈরি করা হয়েছে কোটেড অ্যালুমিনিয়াম ফ্রেমে, যা হালকা হলেও শক্তপোক্ত। সঙ্গে রয়েছে ম্যাট হোয়াইট রঙ, কনট্রাস্ট ব্ল্যাক এবং নিওন রেড হাইলাইট, যা মিনিমালিস্ট অথচ নজরকাড়া লুক প্রদান করে।
বিজ্ঞাপন
স্বয়ং-ব্যালান্সিং প্রযুক্তি
ভিশন সিই কনসেপ্টের অন্যতম আকর্ষণ হলো স্বয়ং-ব্যালান্সিং সিস্টেম। এর মাধ্যমে স্কুটারটি স্থির অবস্থাতেও নিজে থেকেই ভারসাম্য বজায় রাখতে সক্ষম। ট্রাফিক সিগন্যাল বা ভিড়ের রাস্তায় থামার সময় রাইডারকে আলাদা ভারসাম্য বজায় রাখতে হবে না। শহুরে যাতায়াতে এটি অনন্য সুবিধা প্রদান করে।

ভবিষ্যতের ইলেকট্রিক যাতায়াত
বিএমডব্লিউ মোটররাড এই কনসেপ্টের মাধ্যমে দেখাতে চেয়েছে ভবিষ্যতের শহুরে ইলেকট্রিক মবিলিটি কেমন হতে পারে। নিরাপত্তা সেল, স্বয়ং-ব্যালান্সিং প্রযুক্তি এবং হেলমেট ছাড়াই চলাচলের সুবিধা—সব মিলিয়ে এটি শহরের ভিড়ভাট্টায় নিরাপদ, আরামদায়ক ও স্মার্ট যাতায়াতের নতুন সম্ভাবনা। যদিও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি, বাইকপ্রেমীরা আশা করছেন শীঘ্রই এটি উৎপাদিত মডেলে রূপ নেবে।
আইএএ মবিলিটি ২০২৫-এ উন্মোচিত বিএমডব্লিউ ভিশন সিই বিশ্বব্যাপী ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে নতুন মাত্রা যোগ করেছে। অভিনব নিরাপত্তা ব্যবস্থা, ব্যতিক্রমী নকশা ও স্বয়ং-ব্যালান্সিং প্রযুক্তি এটিকে অনন্য করে তুলেছে। যদি বিএমডব্লিউ শীঘ্রই এটিকে বাজারে নিয়ে আসে, তবে শহুরে পরিবহণ ব্যবস্থায় এটি একটি যুগান্তকারী সংযোজন হবে।
এজেড

