শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিভিএস আনল নতুন ১৫০সিসি এনটর্ক, শক্তি ও লুকে মাতাবে বাজার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম

শেয়ার করুন:

TVS Ntorq 150
ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড TVS Motor Company বাজারে আনল তাদের নতুন ফ্ল্যাগশিপ আইসিই স্কুটার

ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড TVS Motor Company বাজারে আনল তাদের নতুন ফ্ল্যাগশিপ আইসিই স্কুটার TVS Ntorq 150। জনপ্রিয় Ntorq 125-এর সাফল্যের পর আরও উন্নত এই মডেলটি লঞ্চ করল কোম্পানি। ভারতে এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.১৯ লক্ষ রুপি, আর টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম ১.২৯ লাখ রুপি। এই স্কুটার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Hero Xoom 160, Yamaha Aerox 155 এবং Aprilia SR 160-এর সঙ্গে।

ভ্যারিয়েন্ট ও কালার অপশন


বিজ্ঞাপন


নতুন Ntorq 150 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট আসবে স্টিল্থ সিলভার, রেসিং রেড ও টার্বো ব্লু রঙে। অন্যদিকে উন্নত TFT ক্লাস্টার ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে নাইট্রো গ্রিন, রেসিং রেড ও টার্বো ব্লু রঙে। প্রতিটি ভ্যারিয়েন্টের ডিজাইন ও টেকনোলজি বিশেষভাবে তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

tvs2

ডিজাইন ও ফিচার

ডিজাইনের দিক থেকে স্কুটারটি অনুপ্রাণিত হয়েছে স্টেল্থ এয়ারক্রাফট থেকে। এতে রয়েছে ফ্রন্ট-ফরোয়ার্ড স্ট্যান্স, জেট-ইনস্পায়ার্ড ভেন্টস, ইন্টিগ্রেটেড উইংলেটস এবং মোটরসাইকেল স্টাইলের হ্যান্ডেলবার। সামনের অংশে প্রজেক্টর হেডল্যাম্প, পিছনে টি-আকৃতির LED টেলল্যাম্প এবং রঙিন অ্যালয় হুইলস দেওয়া হয়েছে। এছাড়া অ্যাডজাস্টেবল ব্রেক লিভার ও স্পোর্টি সাইলেন্সার যুক্ত হয়েছে, যা আলাদা এক্সহস্ট নোট তৈরি করে।


বিজ্ঞাপন


প্রযুক্তির দিক থেকে এটি আরও উন্নত। স্কুটারটিতে রয়েছে SmartXonnect প্রযুক্তি সহ TFT ক্লাস্টার, যার মাধ্যমে ৫০টিরও বেশি কানেক্টেড ফিচার ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, লাইভ ভেহিকেল ট্র্যাকিং, লাস্ট পার্কড লোকেশন, কল ও মেসেজ অ্যালার্ট এবং OTA আপডেট। স্কুটারটি Alexa ও স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন সাপোর্ট করে, যা নিয়ন্ত্রণ করা যায় ৪-ওয়ে সুইচগিয়ার দিয়ে।

নিরাপত্তা ফিচার

রাইডারদের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে ABS, ট্র্যাকশন কন্ট্রোল, হ্যাজার্ড ল্যাম্প, ক্র্যাশ ও থেফট অ্যালার্ট এবং ইমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং। ফলে স্কুটারটি শুধু দ্রুতগামী নয়, বরং আরও নিরাপদও।

tvs23

ইঞ্জিন ও পারফরম্যান্স

পারফরম্যান্সে এই স্কুটার এক ধাপ এগিয়ে। এতে ব্যবহার করা হয়েছে ১৪৯.৭ সিসি এয়ার-কুল্ড O3CTech ইঞ্জিন, যা ৭,০০০ আরপিএম-এ সর্বোচ্চ ১৩ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম-এ ১৪.২ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটিতে রয়েছে দুটি রাইডিং মোড – Street ও Race। সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও স্পোর্ট-টিউনড সেটআপ।

গতি বাড়ানোর ক্ষেত্রেও এটি নজরকাড়া। মাত্র ৬.৩ সেকেন্ডে ০–৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম এই স্কুটার। সর্বোচ্চ গতি ধরা হয়েছে ১০৪ কিমি/ঘণ্টা, যা এটিকে ভারতের দ্রুততম আইসিই স্কুটার হিসেবে পরিচিত করেছে।

আরও পড়ুন: হোন্ডা আনছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক

ডিজাইন, প্রযুক্তি, নিরাপত্তা ও পারফরম্যান্স—সব দিক থেকে TVS Ntorq 150 প্রতিদ্বন্দ্বীদের সামনে আলাদা জায়গায় দাঁড় করাবে। কানেক্টিভিটি ফিচার, TFT স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল এবং আধুনিক লুক নিঃসন্দেহে তরুণ ক্রেতাদের আকর্ষণ করবে। উৎসবের মরসুমে এই লঞ্চ স্কুটারপ্রেমীদের জন্য বড় চমক হয়ে উঠবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর