শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজেই গাড়ির ডেন্টিং করবেন যেভাবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

নিজেই গাড়ির ডেন্টিং করবেন যেভাবে

ব্যক্তিগত গাড়িতে দুর্ঘটনা বা আঘাতের কারণে স্ক্র্যাচ পড়ে। কখনো গাড়িতে টোলও পড়ে। এসবের জন্য গ্যারেজে নিয়ে ডেন্টি, পেইন্টিং করাতে হয়। এজন্য খরচও প্রচুর। আপনি নিজেও কাজটি করতে পারেন। জানুন কীভাবে ঘরে বসেই গাড়ির ডেন্টিং করবেন।  

ফুটন্ত পানির ব্যবহার


বিজ্ঞাপন


গাড়ির বডিতে ডেন্ট সারাই করতে ফুটন্ত পানির সাহায্য নিতে পারেন। এই জন্য প্রায় ‘ লিটার ফুটন্ত পানি প্রয়োজন হবে। এই পানি ধীরে ধীরে গাড়ির গায়ে টোলের উপরে ঢালতে হবে। গরম পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে গাড়ির বডির এই অংশ প্রসারিত হবে। এই সময় আপনি উলটো দিক ঠেকে চাপ দিতে পারেন। এই প্রক্রিয়া অবলম্বন করে বাড়ি বসেই ছোটখাটো ডেন্ট নিজেই সারাই করা সম্ভব। যদিও বড় টোল পরলে এই উপায় কাজ না করতে পারে।

denting

মাস্কিং টেপের সাহায্যে

মাস্কিং টেপে খুব শক্তিশালী আঠা থাকে যা ব্যবহার করে গাড়ির ডেন্ট সারাই করা যেতে পারে। এই জন্য গাড়ির বডির সে অংশে টোল পরেছে সেখানে মাস্কিং টেপ লাগিয়ে জোরে টানতে হবে। বড়সড় ডেন্ট না হলে এই উপায়ে বাড়ি বসে গাড়ির ডেন্ট সারাই করে নিতে পারবেন।


বিজ্ঞাপন


তবে বাড়ি বসে সব ডেন্ট সারাই করা সম্ভব নয়। বিশেষ করে বড় টোল পরলে তা সাতাই করার জন্য গাড়ি গ্যারাজে নিয়ে যেতে হবে। বাড়ি বসে বেশি বড় ডেন্ট ঠিক করার চেষ্টা করলে বডিতে ক্ষতি হতে পারে। এই কারণে শুধুমাত্র ছোট ডেন্টের ক্ষেত্রেই এই উপায়গুলো অবলম্বন করুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর