যারা একটি নতুন মোটরসাইকেল কেনার কথা ভাবছেন এবং চান স্টাইলিশ লুক, উন্নত ফিচার, আরামদায়ক রাইডিং পজিশন ও আধুনিক প্রযুক্তি, তাদের জন্য নতুন ২০২৫ এডিশনের টিভিএস রোনিন হতে পারে দারুণ একটি অপশন। এই বাইকটিতে এসেছে নতুন রঙের সংযোজন, উন্নত সেফটি ফিচার এবং আরও আধুনিক টেকনোলজি, যা শহরের রাস্তায় কিংবা দৈনন্দিন যাতায়াতে দেবে বাড়তি স্বাচ্ছন্দ্য।
দাম ও ভ্যারিয়েন্ট
বিজ্ঞাপন
নতুন টিভিএস রোনিন ২০২৫ এডিশনের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ভারতে প্রায় ১.৩৫ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে। সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম গিয়েছে প্রায় ১.৭৩ লাখ রুপি (এক্স-শোরুম, দিল্লি) পর্যন্ত।
বাইকটি ৫টি ভ্যারিয়েন্টে এবং ৬টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
লাইটনিং ব্ল্যাক (বেস ভ্যারিয়েন্ট)
ম্যাগমা রেড
বিজ্ঞাপন
গ্লেসিয়ার সিলভার
চারকোল অ্যাম্বার
রনিন মিড
রনিন টপ
তবে বাইকটির অন-রোড প্রাইস শহরভেদে ভিন্ন হতে পারে। সঠিক দামের জন্য স্থানীয় টিভিএস শোরুমে যোগাযোগ করতে হবে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
টিভিএস রোনিন ২০২৫ মডেলে রয়েছে একটি ২২০.৫৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিন, যা থেকে পাওয়া যাবে—
20.4 বিএইচপি পাওয়ার @ 7,750 RPM
19.93 এনএম টর্ক @ 3,750 RPM
বাইকটিতে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, যা হালকা এবং স্মুথলি কাজ করে। শহরের রাস্তায় ট্রাফিক কিংবা হাইওয়েতে ওভারটেক—সব ক্ষেত্রেই এটি সহজ নিয়ন্ত্রণ দেবে।
টপ স্পিড: প্রায় ১২০ কিমি/ঘণ্টা
মাইলেজ (এআরএআই): প্রায় ৪২ কিমি প্রতি লিটার

ফিচারস ও সেফটি
এই বাইকে ক্লাসিক ক্রুজার লুকের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সব ফিচার।
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (এলসিডি) – বেস ভ্যারিয়েন্টে
৮ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম – হায়ার ভ্যারিয়েন্টে
রাইডিং ইনফো: স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, সার্ভিস রিমাইন্ডার
লাইটিং: এলইডি হেডল্যাম্প, ডুয়াল ডিআরএল, এলইডি টেইলল্যাম্প
সুবিধা: ইউএসবি চার্জিং সকেট, সাইলেন্ট স্টার্ট সিস্টেম
স্মার্ট ফিচার (হায়ার ভ্যারিয়েন্ট): SmartXonnect, ভয়েস ও রাইড অ্যাসিস্ট
নিরাপত্তা
সামনে ও পেছনে ডিস্ক ব্রেক
সিঙ্গেল/ডুয়াল-চ্যানেল এবিএস
শক্তিশালী ফ্রেম ও উন্নত গ্রিপ টায়ার
আরামদায়ক সিট ও আপরাইট রাইডিং পজিশন
আরও পড়ুন: এয়ার কুলড নাকি ওয়েল কুলড ইঞ্জিনের মোটরসাইকেল ভালো?
স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ফিচার আর আরামদায়ক সিট—সব মিলিয়ে নতুন TVS Ronin 2025 নিঃসন্দেহে ভারতের মিড-রেঞ্জ মোটরসাইকেলের বাজারে বড় চমক হয়ে উঠবে। যারা প্রতিদিনের ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য বাইক চান, আবার দীর্ঘ ভ্রমণেও আরাম চান—তাদের জন্য এটি হতে পারে দারুণ এক সঙ্গী।
এজেড

