শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়ামাহার লিজেন্ডারি আরএক্স ১০০ মোটরসাইকেল ফিরছে শিগগিরই

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

ইয়ামাহা আরএক্স ১০০
রাস্তায় একসময় রাজত্ব করা কিংবদন্তি ইয়ামাহা আরএক্স ১০০ আবারও ফিরছে

রাস্তায় একসময় রাজত্ব করা কিংবদন্তি ইয়ামাহা আরএক্স ১০০ আবারও ফিরছে ২০২৫ সালে একেবারে নতুন রূপে। স্পোর্টি ডিজাইন আর শক্তিশালী পারফরম্যান্সের জন্য বিখ্যাত এই বাইকটি আজও বাইকপ্রেমীদের কাছে স্মৃতির এক বিশেষ অংশ। এবার আধুনিক ফিচার যোগ করেও এর ক্লাসিক সৌন্দর্য বজায় রাখা হয়েছে। শুধু তাই নয়, নতুন ইয়ামাহা আরএক্স ১০০ দিচ্ছে অসাধারণ ৫৫ কিমি প্রতি লিটার মাইলেজ, যা আজকের রাইডারদের জন্য স্টাইল, পারফরম্যান্স আর সাশ্রয়ের এক অনন্য সমন্বয়।

চিরন্তন ক্লাসিক ডিজাইন


বিজ্ঞাপন


ইয়ামাহা আরএক্স ১০০ সবসময়ই পরিচিত ছিল তার সরল অথচ আকর্ষণীয় ডিজাইনের জন্য। নতুন মডেলও সেই ঐতিহ্য ধরে রেখেছে। রেট্রো স্টাইলের গোল হেডল্যাম্প, ক্রোম ফিনিশ ফুয়েল ট্যাঙ্ক আর ভিন্টেজ স্টাইলড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বাইকটিকে আগের দিনের নস্টালজিয়া ফিরিয়ে এনেছে।

RX

তবে শুধুই পুরোনো নয়—ইয়ামাহা এতে এনেছে কিছু আধুনিক সংযোজন যেমন নতুন গ্রাফিক্স, অ্যালয় হুইল আর ফ্রেশ কালার প্যালেট। ফলে বাইকটি একদিকে যেমন পুরোনো আরএক্স ১০০-এর মতোই মনে হবে, আবার অন্যদিকে নতুন প্রজন্মের রাইডারদের কাছেও সমান আকর্ষণীয় হয়ে উঠবে।

শক্তিশালী ও সাশ্রয়ী ইঞ্জিন


বিজ্ঞাপন


ক্লাসিক লুকের ভেতরে রয়েছে একেবারে নতুন ১০০সিসি ইঞ্জিন। শহরের ভিড়ের মধ্যে সহজে চালানোর মতো স্মুথ অ্যাক্সেলেশন এবং মাঝে মধ্যে হাইওয়েতে চালানোর মতো টর্ক—দুটোই আছে এতে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৫৫ কিমি প্রতি লিটার মাইলেজ, যা প্রতিদিনের রাইডে খরচ অনেকটাই কমিয়ে দেবে।

বাইকটির হালকা ওজনের বডি এবং মসৃণ হ্যান্ডলিং নতুন রাইডার থেকে শুরু করে অভিজ্ঞ চালক—সবার জন্যই উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করবে। আধুনিক এমিশন নর্মস মেনে চলায় বাইকটি পরিবেশবান্ধবও বটে।

আরামদায়ক রাইড ও আধুনিক ফিচার

নতুন ইয়ামাহা আরএক্স ১০০ শুধু ভিন্টেজ সৌন্দর্য নয়, সাথে এনেছে ব্যবহারিক সুবিধাও। এরগোনমিকালি ডিজাইন করা সিট রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই আরামদায়ক। ফলে দীর্ঘ ভ্রমণেও ক্লান্তি কম হবে।

YAMAHA

কেন ২০২৫-এ ইয়ামাহা আরএক্স ১০০ সেরা বিকল্প

বর্তমান সময়ে যখন রাইডাররা স্টাইল, পারফরম্যান্স আর সাশ্রয়—সব একসাথে খুঁজছেন, তখন ইয়ামাহা আরএক্স ১০০ তাদের জন্য এক নিখুঁত সমাধান। প্রতীকী ডিজাইন, নির্ভরযোগ্য ইঞ্জিন আর প্রতিযোগিতামূলক দামের কারণে এই বাইকটি ছাত্রছাত্রী, দৈনন্দিন যাত্রী থেকে শুরু করে বাইকপ্রেমী—সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠবে।

আরও পড়ুন: হিরো এক্সট্রিম ১২৫আর মডেল এলো সিঙ্গেল সিট ভার্সনে

ইয়ামাহা আরএক্স ১০০-এর প্রত্যাবর্তন ভারতের টু-হুইলার বাজারে এক রোমাঞ্চকর সংযোজন। এটি একইসাথে নস্টালজিয়া আর আধুনিকতার প্রতিফলন—যেখানে আছে ক্লাসিক লুক, সাশ্রয়ী মাইলেজ আর নির্ভরযোগ্য পারফরম্যান্স। পুরোনো দিনের বাইকপ্রেমী হোন বা নতুন রাইডার—ইয়ামাহা আরএক্স ১০০ হতে পারে সবার জন্যই এক অসাধারণ পছন্দ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর