বাইকপ্রেমীদের কাছে ইয়ামাহা সবসময়ই একটি বিশ্বস্ত ও জনপ্রিয় নাম। স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী কিংবা বাইক চালানোকে শখ হিসেবে নেওয়া মানুষ—সবার পছন্দের তালিকায় ইয়ামাহার বাইক থাকে সবসময়। সেই ধারাবাহিকতায় এবার বাজারে এলো ইয়ামাহা এমটি-১৫ এর ২০২৫ এডিশন। যা আগের তুলনায় আরও বেশি শক্তিশালী, স্টাইলিশ ও আধুনিক। বিশেষ করে তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী এর ডিজাইন ও পারফরম্যান্সে আনা হয়েছে বড়সড় পরিবর্তন।
শক্তিশালী ইঞ্জিন ও গতি
বিজ্ঞাপন
নতুন এমটি-১৫ এ ব্যবহৃত হয়েছে ১৫৫ সিসি লিকুইড কুল্ড, ৪-স্ট্রোক ইঞ্জিন। এটি ১৮.১ বিএইচপি পাওয়ার এবং ১৪.১ এনএম টর্ক উৎপাদন করে। ইয়ামাহার বিশেষ ভিভিএ (Variable Valve Actuation) প্রযুক্তির কারণে যেকোনো গতিতে বাইকটি মসৃণভাবে চলে। শহরের ভিড় কিংবা হাইওয়েতে ঘণ্টায় ১০০ কিমি গতিতে চালানো—সব জায়গায়ই এর পারফরম্যান্স সমান ঝকঝকে। এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, যা দ্রুত ও সহজ গিয়ার পরিবর্তনের সুযোগ দেয়। মাত্র কয়েক সেকেন্ডেই ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম এই বাইক। এর টপ স্পিড ১৩০ কিমি/ঘণ্টা।
ব্রেকিং ও নিরাপত্তা
নিরাপত্তায়ও কোনো কমতি রাখেনি ইয়ামাহা। সামনে ও পিছনে ডিস্ক ব্রেকের সঙ্গে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, যা হঠাৎ ব্রেক কষলেও বাইককে স্কিড করতে দেয় না। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল ও চওড়া এমআরএফ টায়ার শহর কিংবা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চালককে বাড়তি আত্মবিশ্বাস দেয়। এছাড়া আপসাইড-ডাউন ফর্ক ও অ্যালুমিনিয়াম সুইংআর্ম এর হ্যান্ডলিংকে করেছে আরও শক্তিশালী ও সহজ।
আক্রমণাত্মক লুক ও স্টাইলিশ ডিজাইন
বিজ্ঞাপন
যুবকদের কাছে এমটি-১৫ সবসময়ই আকর্ষণীয়। নতুন সংস্করণে এর ডিজাইন আরও আধুনিক করা হয়েছে। রোবোটিক লুকের শার্প এলইডি হেডল্যাম্প, মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক এবং স্লিক টেল সেকশন বাইকটিকে দিয়েছে আক্রমণাত্মক স্ট্রিটফাইটার লুক। নতুন তিনটি রঙ—আইস ফ্লু-ভার্মিলিয়ন, রেসিং ব্লু ও মেটালিক ব্ল্যাক ইতিমধ্যেই যুবসমাজের পছন্দের তালিকায় উঠে এসেছে।

আরামদায়ক রাইড ও মাইলেজ
স্পোর্টস বাইকে সাধারণত সিটিং পজিশন অনেকটা নিচু হয়, যা দীর্ঘ রাইডে ক্লান্তি বাড়ায়। তবে এমটি-১৫ ডিজাইন করা হয়েছে আপরাইট সিটিং ও ওয়াইড হ্যান্ডেলবারসহ, ফলে দীর্ঘ ভ্রমণেও চালক আরাম অনুভব করেন। যদিও পিছনের সিট কিছুটা ছোট। মাইলেজের দিক থেকেও বাইকটি যথেষ্ট সাশ্রয়ী। এক লিটার পেট্রোলে এটি ৪৫–৫০ কিমি পথ অতিক্রম করতে পারে। ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক থাকায় একবারে প্রায় ৪০০–৪৫০ কিমি যাত্রা সম্ভব।
দাম ও প্রাপ্যতা
ইয়ামাহা এমটি-১৫ (২০২৫) এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ভারতে প্রায় ১.৬৯ লাখ রুপি থেকে। ডিলাক্স ভ্যারিয়েন্টের দাম ১.৮০ লাখ রুপি (এক্স-শোরুম, দিল্লি)। বাইকটি অনলাইনে বুকিং বা শোরুমে গিয়ে টেস্ট রাইড ও ফাইন্যান্সিং সুবিধা নেওয়া যাবে।
আরও পড়ুন: এসব কারণে মোটরসাইকেলের ইঞ্জিন ‘সিজ’ করতে পারে
স্টাইলিশ লুক, শক্তিশালী ইঞ্জিন, ১৩০ কিমি/ঘণ্টা টপ স্পিড, নিরাপদ ব্রেকিং, ভালো মাইলেজ এবং সাশ্রয়ী দাম—সব মিলিয়ে ইয়ামাহা এমটি-১৫ (২০২৫) ১৫০ সিসি সেগমেন্টে এ বছরের সবচেয়ে আলোচিত মোটরবাইক। যারা শহরের ভিড়ে দ্রুত ও হালকা রাইড চান অথবা সপ্তাহান্তে লং রাইড উপভোগ করতে চান, তাদের জন্য এই বাইক নিঃসন্দেহে পারফেক্ট প্যাকেজ।
এজেড

