ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য সম্প্রতি নিজের গ্যারাজে যুক্ত করলেন এক নতুন বিলাসবহুল গাড়ি — বিএমডব্লিউ এম২ কুপে।
সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে স্ত্রী, অভিনেত্রী সোভাবিতা ধুলিপালাকে নিতে গিয়ে তাকে এই নতুন গাড়ি চালাতে দেখা গিয়েছে। ভারতের বাজারে বিএমডব্লিউ এম২ কুপের দাম প্রায় ১.০৩ কোটি রুপি (এক্স-শোরুম), যা এখন অভিনেতার সংগ্রহশালার নতুন আকর্ষণ।
বিজ্ঞাপন
বিএমডব্লিউ এম২ কুপের আভিজাত্যপূর্ণ উপস্থিতি
অভিনেতার নতুন বিএমডব্লিউ এম২ কুপটি এসেছে স্কাইস্ক্র্যাপার গ্রে মেটালিক রঙে, যেখানে রয়েছে এম লাইট ডাবল-স্পোক জেট ব্ল্যাক অ্যালয় চাকা। গাড়িটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয়— উভয় ধরনের গিয়ারবক্সে পাওয়া যায়, যা সেগমেন্টে একে বিশেষ করে তোলে। যদিও নাগা চৈতন্য কোন সংস্করণ বেছে নিয়েছেন, তা এখনও জানা যায়নি।

বিএমডব্লিউ এম২-এর শক্তিশালী যান্ত্রিক বৈশিষ্ট্য
বিজ্ঞাপন
গত বছর ভারতে বিক্রি শুরু হওয়া এই বিএমডব্লিউ এম২-তে রয়েছে ৩.০-লিটার টার্বোচার্জড ছয় সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৪৭৩ বিএইচপি শক্তি এবং ৬০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। গাড়িটি ৬-গতির ম্যানুয়াল বা ৮-গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়। এর স্বয়ংক্রিয় সংস্করণ মাত্র ৪ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে পারে, যেখানে ম্যানুয়াল সংস্করণের সময় লাগে ৪.২ সেকেন্ড।
গাড়ির নকশাতেও রয়েছে একাধিক প্রিমিয়াম সংযোজন। এতে দেওয়া হয়েছে এম হাই-গ্লস শ্যাডো লাইন, ১৯ ও ২০ ইঞ্চির অ্যালয় চাকার বিকল্প, এম ওআরভিএম, পেছনে স্পয়লার, এলইডি হেডল্যাম্প ও টেললাইট। কেবিনে রয়েছে নতুন বাঁকানো ডিসপ্লেসহ দ্বৈত স্ক্রিন, ওএস ৮.৫ সাপোর্ট, এম আলকানতারা চামড়ার স্টিয়ারিং হুইল, ও সামনের স্পোর্টস আসন।

বিএমডব্লিউ এম২-তে আধুনিক সুবিধা
বিএমডব্লিউ এম২-তে পাওয়া যায় দ্বৈত-জোন আবহাওয়া নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব আলো, অভিযোজিত গতি নিয়ন্ত্রণ ও পার্কিং সহায়ক। এছাড়াও গাড়িটিতে রয়েছে অভিযোজিত এম সাসপেনশন, সক্রিয় এম পার্থক্যকারী, চারটি টেলপাইপসহ এম এক্সহস্ট সিস্টেম, এম ড্রাইভ প্রফেশনাল এবং এম কম্পাউন্ড ব্রেক।
আরও পড়ুন: বিএমডব্লিউর এই গাড়ির গতি ঘণ্টায় ৩০৫ কিমি
নাগা চৈতন্য-এর বিলাসবহুল গাড়ির সংগ্রহ
অভিনেতা নাগা চৈতন্য সবসময়ই পরিচিত একজন অটোমোবাইল প্রেমী হিসেবে। তার গ্যারাজে ইতিমধ্যেই রয়েছে একাধিক দামী ও বিরল গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফেরারি ৪৮৮ জিটিবি, পোর্শে ৯১১, টয়োটা হাইলাক্স, ল্যান্ড রোভার ডিফেন্ডার ১১০ ও টয়োটা ভেলফায়ার। ২০২৪ সালে তিনি নিজের গ্যারাজে যোগ করেছিলেন পোর্শে ৯১১ জিটি৩ আরএস, যার দাম প্রায় ৩.৫ কোটি টাকা। শুধু গাড়ি নয়, অভিনেতার সংগ্রহে রয়েছে একাধিক সুপারবাইকও, যেমন এমভি আগুস্তা এফ৪, ট্রায়াম্ফ থ্রাক্সটন আর, ও বিএমডব্লিউ আর নাইনটি। নতুন বিএমডব্লিউ এম২ কুপ যোগ হওয়ার পর নাগা চৈতন্যের গাড়ির সংগ্রহ আরও সমৃদ্ধ হয়েছে, যা তার ভক্ত ও গাড়িপ্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।
এজেড

