শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সস্তার বাইকে ডিস্ক ব্রেক, সঙ্গে দুর্দান্ত মাইলেজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

সস্তার বাইকে ডিস্ক ব্রেক, সঙ্গে দুর্দান্ত মাইলেজ

দাম কমানোর জন্য এন্ট্রি লেভেলের মোটরসাইকেলে ডিস্ক ব্রেক বাদ দেওয়া হয়। কিন্তু চালক ও আরোহীর নিরাপত্তায় এই ডিস্ক ব্রেক জরুরি। কেননা, ড্রাম ব্রেকের তুলনায় ডিস্ক ব্রেক বেশি কার্যকরী। 

বাজারে আপনার সাধ্যের মধ্যেই রয়েছে এমন মোটরসাইকেল যেখানে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এই মোটরসাইকেলে প্রায় ৭০ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। থাকছে ১১ লিটার ফুয়েল ট্যাঙ্ক। এটি বাজাজের তৈরি প্লাটিনা ১১০ মডেল। 


বিজ্ঞাপন


ভারত ও বাংলাদেশ ভীষণ জনপ্রিয় বাজাজ প্লাটিনা ১১০। 

platinaএই বাইকে ইলেকট্রনিক ইনজেকশন প্রযুক্তি ব্যবহার হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের জন্য উল্লেখযোগ্যভাবে বেশি মাইলেজ পাওয়া যাবে।

কমিউটার বাইকটিতে রয়েছে ১১৫.৪৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ৭০০০ আরপিএমে সর্বোচ্চ ৮.৪৪ বিএইচপি শক্তি ও ৫০০০ আরপিএমে সর্বোচ্চ ৯.৮১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। 


বিজ্ঞাপন


এন্ট্রি লেভেলের বাইক হলেও এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। বাজেট সেগমেন্টের এই মোটরসাইকেলে ব্যবহার হয়েছে এয়ার কুলড ইঞ্জিন।

এই মোটরসাইকেলে ব্যবহার হয়েছে টিউবুলার সিঙ্গেল ডাউন টিউব সব লো ক্রেডেল ফ্রেম। এই বাইকে থাকছে একটি ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। দৈনন্দিন ব্যবহারে একবার ফুল ট্যাঙ্ক করলে ১৫-২০ দিন চালাতে পারবেন এই মোটরসাইকেল। 

বাজাজ প্লাটিনার সামনের চাকায় ৮০/১০০-১৭, ৪৬পি টিউবলেস টায়ার ও পেছনের চাকায় ৮০/১০০-১৭, ৫৩পি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।

platinaবাইকটির সামনের চাকায় থাকছে হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক। পিছনে থাকছে এসওএস নাইট্রক্স ক্যানিস্টার। এই মোটরসাইকেলের প্রধান আকর্ষণ ডিস্ক ব্রেক। এটাই ভারতের সবথেকে সস্তা মোটরসাইকেল যেখানে ডিস্ক ব্রেক রয়েছে। 

যদিও শুধুমাত্র সামনের চাকায় ডিস্ক ব্রেক দিয়েছে বাজাজ অটো। সামনের চাকায় রয়েছে ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। পেছনের চাকায় একটি  ১১০ মিলিমিটারেরর ড্রাম ব্রেক দিয়েছে কোম্পানি। 

ভারতে বাজাজ প্লাটিনা ১১০ এর এক্স শো রুম প্রাইজ ৬৯ হাজার ২১৬ রুপি। যদিও বাংলাদেশে এর দাম প্রায় দ্বিগুণ। বাজাজ দাবি করে তাদের এই বাইক এক লিটার জ্বালানিতে ৭০ কিলোমিটার পথ চলতে পারে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর