মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা শুধু গতি বা স্টাইল নয়, এর নিয়মিত রক্ষণাবেক্ষণের সঙ্গেও জড়িত। বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো চেইন। এটি সঠিকভাবে কাজ না করলে পারফরম্যান্স কমে যায়, এমনকি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। তাই প্রশ্ন আসে—মোটরসাইকেলের চেইনে কতদিন পরপর তেল বা লুব্রিকেন্ট দেওয়া উচিত?
চেইনে তেল বা লুব্রিকেন্ট দেওয়ার সময়সীমা:
বিজ্ঞাপন
সাধারণত ৫০০ থেকে ৭০০ কিলোমিটার পরপর চেইন লুব্রিকেট করা উচিত। তবে ব্যবহার, রাস্তার ধুলাবালি ও আবহাওয়ার ওপর ভিত্তি করে এই সময় কমে বা বাড়তে পারে।
যখন চেইনে তেল দেওয়া প্রয়োজন:
বাইক চালানোর সময় চেইন থেকে শব্দ হলে
চেইন শুকনো ও ময়লা দেখালে
বিজ্ঞাপন
বৃষ্টিতে চালানোর পর
দীর্ঘ দূরত্বের রাইডের আগে ও পরে
চেইন জ্যাম বা স্টিফ মনে হলে

কী ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করবেন:
চেইন স্প্রে (Chain Lube): সবচেয়ে কার্যকর এবং সহজে ব্যবহারযোগ্য।
গিয়ার অয়েল (80W90): অনেকেই এটি ব্যবহার করেন, তবে চেইন স্প্রের তুলনায় বেশি ময়লা ধরে।
ইঞ্জিন ওয়েল এড়িয়ে চলুন: এতে ধুলো বেশি আটকে যায় ও চেইনের ক্ষতি হয়।
লুব্রিকেট করার সঠিক নিয়ম
প্রথমে চেইন পরিষ্কার করুন (Chain Cleaner বা কেরোসিন দিয়ে)।
সম্পূর্ণ শুকাতে দিন।
চেইনের ভেতরের দিকে লুব্রিকেন্ট স্প্রে করুন বা তেল লাগান।
অতিরিক্ত তেল মুছে ফেলুন যেন ধুলো না আটকে।
আরও পড়ুন: মোটরসাইকেলের চাবি হারালে ইঞ্জিন স্টার্ট দেওয়ার বিকল্প উপায়
চেইন লুব না দিলে কী হয়?
চেইন ও স্প্রকেট দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়
শব্দ বেড়ে যায়
গতি ও মাইলেজ কমে
দুর্ঘটনার ঝুঁকি বাড়ে (চেইন লাফানো বা ছিঁড়ে যাওয়া)
মোটরসাইকেলের চেইন নিয়মিত তেল দেওয়া এবং পরিষ্কার রাখার মাধ্যমে আপনি বাইকের পারফরম্যান্স যেমন ভালো রাখবেন, তেমনি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ছাড়াই নির্ভরযোগ্যভাবে চালাতে পারবেন। নিয়মিত চেইন কেয়ার মানে নিরাপদ ও স্মার্ট রাইডিং।
এজেড

