মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ষায় বাইক দুর্ঘটনার পর তাৎক্ষণিক করণীয় ও প্রাথমিক চিকিৎসা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১০:৪১ এএম

শেয়ার করুন:

accident

বর্ষাকালে রাস্তা থাকে ভেজা ও পিচ্ছিল। এই সময় মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে টায়ার স্কিড, ব্রেক না ধরা, অথবা সামনে থেকে হঠাৎ গাড়ি আসা—এসবই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বাইকারদের শুধু সতর্ক থাকলেই হয় না, দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক করণীয় ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও জানা জরুরি।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক করণীয়:

১. নিজেকে শান্ত রাখুন:

পড়ে যাওয়ার পর যদি আপনি সচেতন থাকেন, প্রথমেই চেষ্টা করুন আতঙ্কিত না হয়ে নিজেকে সামলাতে। হঠাৎ উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন না।

২. নিজের অবস্থা বুঝুন:

শরীরে কোথাও ব্যথা, রক্তপাত বা নড়াচড়া করতে সমস্যা হচ্ছে কি না তা বোঝার চেষ্টা করুন। মেরুদণ্ডে আঘাত পেলে অপ্রয়োজনে নাড়াচাড়া বিপজ্জনক হতে পারে।


বিজ্ঞাপন


৩. নিরাপদ স্থানে যান:

যদি হাঁটতে পারেন, তবে রাস্তার পাশ বা নিরাপদ স্থানে সরে যান যাতে অন্য গাড়ির সঙ্গে আরেকটি দুর্ঘটনা না ঘটে।

crash

৪. বাইকটি বন্ধ করুন:

ইগনিশন বন্ধ করে দিন যাতে আগুন লাগার ঝুঁকি না থাকে।

৫. আশেপাশের সহায়তা নিন:

যদি চলাফেরা করতে সমস্যা হয়, আশেপাশের লোকজনের সহায়তা নিন এবং অ্যাম্বুলেন্স বা পরিবারের সদস্যদের খবর দিন।

প্রাথমিক চিকিৎসা:

১. রক্তপাত হলে:

রক্তপাত বন্ধ করতে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে চাপ দিন। খুব বেশি রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

accident

২. হাড় ভেঙে গেলে:

আঘাতপ্রাপ্ত অঙ্গ নাড়াচাড়া না করে স্থির রাখুন। কাঠি বা শক্ত কিছু দিয়ে অস্থায়ীভাবে বেঁধে নিন।

৩. পিঠ বা ঘাড়ে ব্যথা:

মেরুদণ্ডে আঘাত হলে নিজে না নড়াচড়া করে যত দ্রুত সম্ভব পেশাদার চিকিৎসকের সাহায্য নিতে হবে।

৪. অজ্ঞান হয়ে গেলে:

ব্যক্তি যদি অজ্ঞান হয়ে পড়ে তবে মাথা সামান্য উঁচু করে এক পাশে কাত করে দিন, যাতে শ্বাসনালী বন্ধ না হয়ে যায়।

৫. স্কিন স্ক্র্যাচ ও ঘষা লাগা:

ঘষা লাগা জায়গা সাবান-পানি দিয়ে ধুয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ দিন।

bike2223

হেলমেটের গুরুত্ব:

১. মাথায় গুরুতর আঘাত রোধে:

বর্ষায় হেলমেট পরা আরও বেশি জরুরি, কারণ রাস্তা পিচ্ছিল থাকায় হঠাৎ পড়ে গেলে মাথায় প্রচণ্ড আঘাত লাগতে পারে।

২. ফুল ফেস হেলমেট বেছে নিন:

এতে কপাল, থুতনি এবং চোয়ালের অংশও সুরক্ষিত থাকে।

৩. দুর্ঘটনার সময় মাথায় হেলমেট থাকলে:

যদি হেলমেট পরিহিত অবস্থায় পড়ে যান এবং মাথায় আঘাত লাগে, তা হলেও হাসপাতালে গিয়ে স্ক্যান করানো উচিত। কারণ অনেক সময় ভিতরের চোট ধরা পড়ে না।

আরও পড়ুন: মোটরসাইকেলের ইঞ্জিন ব্রেক কখন ধরতে হয়?

বর্ষাকালে বাইক চালানোর সময় স্লিপ রোড, হাইড্রোপ্ল্যানিং ও দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার বিষয়টি মাথায় রাখুন। প্রতিবার বাইকে ওঠার আগে হেলমেট পরা, গতি নিয়ন্ত্রণ, এবং সতর্কতা অবলম্বন করুন। তবেই দুর্ঘটনা এড়ানো যাবে, আর দুর্ঘটনা ঘটলেও ক্ষতির মাত্রা কম থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর