বর্ষাকালে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। কিন্তু এই মৌসুমে বৃষ্টি উপভোগ করতে গিয়ে অনেক সময়ই গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। এর অন্যতম কারণ ঠান্ডা ও ভেজা আবহাওয়া, যা গাড়ির নানা অংশে প্রভাব ফেলতে পারে। তাই আগেভাগেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে গাড়িকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ টিপস।
১. রাবার সিল পরীক্ষা করুন
বিজ্ঞাপন
গাড়ির দরজা ও জানালার রাবার সিল পানি ঢোকা রোধ করে কেবিনকে শুকনো রাখতে সাহায্য করে। বর্ষার আগে এই সিলগুলো পরিষ্কার করে শুকিয়ে নিন। ব্যবহার করুন মাইল্ড কার ওয়াশ সোপ ও মাইক্রোফাইবার তোয়ালে। এরপর সিলিকন-ভিত্তিক প্রটেকটেন্ট লাগালে রাবার সিল থাকবে লিক-প্রুফ ও টেকসই।
২. ব্রেক সিস্টেমের যত্ন নিন
বর্ষার সময় কাদা-পানির মধ্যে দিয়ে গাড়ি চালাতে হয়, ফলে বারবার ব্রেক কষতে হয়। এতে ব্রেক প্যাড ও ডিস্ক অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ফ্লুইডের সঙ্গে পানি মিশে ব্রেকিং পারফরম্যান্স কমে যেতে পারে। নিয়মিত ব্রেক ফ্লুইড চেক করুন এবং প্রয়োজনে রিপ্লেস করুন। নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালান।

বিজ্ঞাপন
৩. হেডলাইট ও টেইললাইট ঠিক আছে তো?
বর্ষাকালে সঠিক আলোর গুরুত্ব অনেক বেশি। তাই গাড়ির হেডলাইট, টেইললাইট, ফগ লাইট ঠিকমতো কাজ করছে কি না তা দেখে নিন। কোনো ক্র্যাক বা ছিদ্র থাকলে ভেতরে পানি ঢুকে আলো ঝাপসা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কেসিং সারাই করিয়ে নিন মেকানিকের কাছ থেকে।
৪. উইন্ডশিল্ড ওয়াইপারের দেখভাল
ওয়াইপার ব্লেড বর্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। সূর্যের তাপে শুকিয়ে গিয়ে অনেক সময় ব্লেড ঠিকভাবে কাজ করে না, ফলে গ্লাসে স্ক্র্যাচ পড়ে। তাই বছরে অন্তত একবার ওয়াইপার ব্লেড বদলে নিন। ওয়াশার ফ্লুইড রিফিল করুন এবং নজলগুলো পরিষ্কার রাখুন যেন দৃশ্যমানতায় সমস্যা না হয়।
আরও পড়ুন: একবার চার্জ দিলে ১১৬ কিমি চলবে এই ই-বাইক
৫. গাড়ির নিচের অংশের সুরক্ষা
বর্ষাকালে গাড়ির নিচে কাদা ও পানি জমে মরিচা ধরার সম্ভাবনা থাকে। এজন্য আন্ডারকোটিং ব্যবহার করা যেতে পারে। এটি একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা গাড়ির নিচের অংশে পানি লাগার ফলে মরিচা পড়া থেকে রক্ষা করে।
বর্ষাকাল উপভোগ করুন, তবে সচেতন থাকুন। গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং এই মৌসুম উপযোগী যত্নই আপনাকে ঝামেলা থেকে বাঁচাবে, বাড়াবে গাড়ির আয়ু ও নিরাপত্তা।
এজেড

