শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হায়ার সিসির পালসার মোটরসাইকেল আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০২:১১ পিএম

শেয়ার করুন:

bajaj pulsar 400 cc bike

বাজারে এলো নতুন পালসার। হায়ার সিসির এই পালসারের মডেল ২০২৫ পালসার এনএস৪০০জেড ইউজি। ভারতে মডেলটির এক্স-শোরুম মূল্য ১.৯২ লাখ রুপি।

নতুন আপডেটে যেভাবে প্রযুক্তিগত ও পারফরম্যান্স উন্নয়ন ঘটেছে, তাতে এই বাড়তি দামকে একেবারে ন্যায্য বলেই মত বিশেষজ্ঞদের।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কেটিএম নতুন অ্যাডভেঞ্চার ক্রুজার বাইক আনল 

বাইকটিতে রয়েছে আগের মতোই ৩৭৩সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন, তবে এবার এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে ৪২.৪ বিএইচপি শক্তি, যা আগের ৩৯.৫ বিএইচপি থেকে বেশি। টর্ক আগের মতোই ৩৫ এনএম থাকছে এবং সঙ্গে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স। সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল বাই-ডিরেকশনাল কুইকশিফটার, যার ফলে ক্লাচ ছাড়াই গিয়ার পরিবর্তন করা যাবে, তাও আরও মসৃণভাবে।

উন্নত টায়ার ও ব্রেকিং সিস্টেম

নতুন বাজাজ পালসার এনএস৪০০জেড ইউজি মডেলের বাইকের পেছনের পুরনো ১৪০-সেকশন এমআরএফ টায়ার বাদ দিয়ে তার বদলে এখন ব্যবহার করা হয়েছে ১৫০ সেকশন অ্যাপোলো আলফা এইচ১ টায়ার, যা ডুয়েল কম্পাউন্ড টেকনোলজিতে তৈরি এবং ভেজা ও শুকনো উভয় রাস্তার জন্য দুর্দান্ত গ্রিপ দিতে সক্ষম। সামনের টায়ারেও পরিবর্তন এসেছে—এখানেও এখন রয়েছে অ্যাপোলো এইচ১ ইউনিট। এই টায়ারগুলো দীর্ঘস্থায়ী ও হ্যান্ডলিংয়ের জন্য বেশ উপযোগী।


বিজ্ঞাপন


main_bike

ব্রেকিং পারফরম্যান্স উন্নত করতে নতু বাজাজ পালসার এনএস৪০০জেড ইউজি মডেলে এখন রয়েছে সিনটেরেড ব্রেক প্যাডস। আগের অর্গানিক প্যাডগুলোর তুলনায় এই নতুন ব্রেক প্যাড আরও বেশি ব্রেকিং বাইট, ভালো ফিডব্যাক এবং দীর্ঘ সময়ের জন্য কার্যক্ষমতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

যদিও এই নতুন আপগ্রেডের ফলে বাইকের দাম ভারতে ৭০০০ রুপি বাড়ানো হয়েছে, তবে বাইকের সামগ্রিক পারফরম্যান্স, সেফটি ও রাইডিং অভিজ্ঞতার উন্নতি সেই বাড়তি খরচকে সার্থক করে তুলছে। বাজাজ ইতিমধ্যেই তাদের শোরুমে এই মডেলের বুকিং শুরু করেছে এবং খুব শিগগিরই বাইকটির ডেলিভারি শুরু হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর