পরিবেশবান্ধব এবং জ্বালানিসাশ্রয়ী বাহন হিসেবে বিশ্বজুড়ে ইলেকট্রিক বাইকের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশেও ই-স্কুটার এবং ইলেকট্রিক বাইকের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে বর্ষাকালে এ ধরনের যানবাহন ব্যবহার নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে—বৃষ্টিতে ইলেকট্রিক মোটরসাইকেল চালানো কি নিরাপদ?
এই প্রতিবেদনে আমরা খতিয়ে দেখবো ই-বাইকের পানি প্রতিরোধ ক্ষমতা, বিপদের ঝুঁকি এবং নিরাপদ ব্যবহারের কিছু কার্যকর পরামর্শ।
বিজ্ঞাপন
ইলেকট্রিক বাইকের গঠন ও পানি প্রতিরোধ ক্ষমতা
আধুনিক ইলেকট্রিক বাইক ও স্কুটারগুলো নির্মিত হয় ওয়াটারপ্রুফ ডিজাইন অনুসরণ করে। এতে ব্যবহার হয় আইপি রেটিংযুক্ত ব্যাটারি, কন্ট্রোলার এবং মোটর, যা সাধারণ বৃষ্টির পানি থেকে ইলেকট্রিক অংশগুলোকে সুরক্ষা দেয়।

আইপি ৬৭ এবং আইপি ৬৫ রেটিং থাকলে বোঝায়—যানটি ধুলা ও পানির স্প্ল্যাশ থেকে সুরক্ষিত।
বিজ্ঞাপন
কিছু উন্নত মডেলে সিলড ব্যাটারি চেম্বার ও ওয়াটার-রেসিস্টেন্ট মোটর হাউজিং থাকে, যা ভারি বৃষ্টিতেও বাইককে সচল রাখে।
তবু কেন উদ্বেগ থাকে?
যদিও বাইকটি ওয়াটারপ্রুফ, তবে অতিরিক্ত পানি বা ডুবন্ত অবস্থায় চলাচল করানো সবসময় ঝুঁকিপূর্ণ।
জমে থাকা পানিতে চালানো গেলে পানির চাপ ব্যাটারির সংযোগস্থলে প্রবেশ করতে পারে।
নিন্মমানের লোকাল ই-বাইক বা চাইনিজ নন-ব্র্যান্ডেড মডেলগুলোতে অনেক সময় সঠিক ইনস্যুলেশন থাকে না। এতে শর্ট সার্কিটের সম্ভাবনা থেকে যায়।

কীভাবে নিরাপদে চালাবেন বর্ষায় ইলেকট্রিক বাইক?
পানিতে ডুবে যাওয়া রাস্তা এড়িয়ে চলুন
ব্যাটারি ও মোটরের উচ্চতা বুঝে পানি পার হন।
বাইক চালানোর আগে চার্জিং পোর্ট ঢেকে রাখুন
খোলা চার্জিং পোর্টে পানি ঢুকলে ঝুঁকি বাড়ে।
বৃষ্টির পর ভালোভাবে মুছে ফেলুন বাইক
ব্যাটারি চেম্বার, সংযোগ অংশ ও ডিসপ্লে মুছে শুকিয়ে নিন।
আইপি রেটিং যাচাই করে বাইক কিনুন
কমপক্ষে আইপি৬৫ রেটিংযুক্ত বাইক বেছে নিন।
সার্ভিসিংয়ের সময় ওয়াটারপ্রুফ সিল চেক করুন
পুরনো হলে রাবার সিল বা গ্যাসকেট পরিবর্তন করুন।
জরুরি সময়ে করণীয়
যদি মনে হয় পানি ঢুকেছে, দ্রুত বাইক বন্ধ করে ব্যাটারি ডিসকানেক্ট করুন।
ভিজে অবস্থায় চার্জ দেওয়া কখনোই উচিত নয়।
সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে চেক করানো সবচেয়ে নিরাপদ উপায়।
আরও পড়ুন: বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের ব্রেক কাজ করে না কেন?
বৃষ্টির দিনে ইলেকট্রিক মোটরসাইকেল চালানো নিরাপদ হতে পারে—যদি আপনার বাইকটি সঠিকভাবে ওয়াটারপ্রুফ হয় এবং আপনি কিছু মৌলিক নিরাপত্তাবিধি মেনে চলেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে জমে থাকা পানিতে বাইক চালানো কখনোই উচিত নয়। সতর্কতা আর সচেতন ব্যবহারে ই-বাইক হতে পারে বর্ষায়ও আপনার নির্ভরযোগ্য সঙ্গী।
এজেড

