শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

হোন্ডা আনল নতুন ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

honda scooter

জাপানি হোন্ডা সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার হোন্ডা সিইউভি উন্মোচন করেছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্যবহারকারীর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে তৈরি এই ই-স্কুটারটি উন্নত পারফরম্যান্স ও বেশি রেঞ্জ দেওয়ার প্রতিশ্রুতিসহ এসেছে।


বিজ্ঞাপন


ইউরোপের বাজারে উন্মোচিত নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে একটি ৬ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী মোটর এবং দুইটি পোর্টেবল মোবাইল পাওয়ার প্যাক ব্যাটারি, যার সাহায্যে স্কুটারটি সর্বোচ্চ ৮৩ কিমি/ঘণ্টা গতিবেগে চলতে পারে। সম্পূর্ণ চার্জে এটি ৭০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করেছে হোন্ডা, যা শহরের দৈনন্দিন চলাচলের জন্য যথেষ্ট উপযোগী।

যন্ত্রাংশ হিসেবে সিইউভি মডেলে থাকছে ১২ইঞ্চির ফ্রন্ট হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক সাসপেনশন। এতে রয়েছে ফ্ল্যাট ফ্লোরবোর্ড, সিটের নিচে স্টোরেজ এবং অতিরিক্ত জায়গার জন্য টপবক্স যুক্ত করার অপশন।

honda

দুইটি ভ্যারিয়েন্ট ও তিনটি রঙে পাওয়া যাবে


বিজ্ঞাপন


হোন্ডা সিইউভি স্কুটার দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে এগুলো হলো স্ট্যান্ডার্ড এবং কানেক্টেড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ৫ইঞ্চির ডিসপ্লে ও বেসিক ফিচার, আর কানেক্টেড ভার্সনে মিলছে ৭ ইঞ্চির আধুনিক টিএফটি ডিসপ্লে, হোন্ডার রোড সিঙ্ক ডুয়ো অ্যাপের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি ও জিপিএস নেভিগেশন পাওয়া যাবে এটি পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে পার্ল জুবিলি হোয়াইট, ম্যাট গানমেটাল ব্ল্যাক মেটালিক এবং প্রিমিয়াম সিলভার মেটালিক।

আরও পড়ুন: অকটেন বুস্টার কি মোটরসাইকেলের মাইলেজ বাড়ায়?

প্রসঙ্গত, হোন্ডা সিইউভি মডেল স্কুটার ইউরোপের মত উন্নত বাজারের জন্য ডিজাইন করা হয়েছে। এশিয়ার বাজারে এটি আসার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে সংস্থা। পরিবেশবান্ধব ও আধুনিক ফিচারে ভরপুর হলেও, এই স্কুটার শুধুমাত্র উন্নত দেশের শহরভিত্তিক চাহিদা পূরণের জন্যেই নির্মিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর