শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিএমডব্লিউ আনল বিলাসবহুল বাইক, কেনা যাবে কিস্তিতে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ১০:১৭ এএম

শেয়ার করুন:

বিএমডব্লিউ আনল বিলাসবহুল বাইক, কেনা যাবে কিস্তিতে

নতুন বিলাসবহুল বাইক আনল বিএমডব্লিউ। মডেল জি ৩১০ আরআর। সম্প্রতি ভারতের বাজারে এই বাইক বিক্রি শুরু হয়েছে। দেশটিতে কিস্তিতেও কেনার সুযোগ দিচ্ছে বিএমডব্লিউ। প্রতি মাসে কিস্তি ৪০০০ রুপি। এককালীন অর্থ পরিশোধ করলে মূল্য ২ লাখ ৬৫ হাজার রুপি।   

জার্মান কোম্পানির নতুন এই মোটরসাইকেলের সঙ্গে  টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেলের সঙ্গে ডিজাইনের একাধিক মিল রয়েছে।


বিজ্ঞাপন


bmw
বাইকটি কেটিএম আরসি ৩৯০ এবং কাওয়াসাকি নিনজা ৩০০ মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে। 

বিএমডব্লিউ নতুন বাইকে ৩১৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই বাইকে ৬ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাচ প্রযুক্তি।

এই মোটরসাইকেলে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে জার্মান সংস্থাটি। এছাড়াও থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি। একাধিক রাইডিং মোডে এই বাইক চালানো যাবে। এছাড়াও রয়েছে রাইড বাই রাইড থ্রটল, এবিএস ও আরও অনেক ফিচার। 

bmwটিভিএসের সঙ্গে একজোট হয়ে ভারতে এই মোটরসাইকেল তৈরি করেছে বিএমডব্লিউ। মোটরসাইকেলের ইঞ্জিন ও প্ল্যাটফর্ম দুই কোম্পানি একসঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে।


বিজ্ঞাপন


জার্মান কোম্পানির নতুন মোটরসাইকেলের সঙ্গে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেলের ডিজাইনের একাধিক মিল রয়েছে। 

যদিও বিএমডব্লিউ মোটরসাইকেলে একাধিক নতুন রঙ ও গ্রাফিক্স দেখা যাবে। কোম্পানির সিগনেচার সাদা রঙে এই মোটরসাইকেল কেনা যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর