হোন্ডা গাড়ির লাইনআপের নতুন সংযোজন হোন্ডা সিটি ই:এইচইভি। সম্পতি গাড়িটি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে।
ঢাকার তেজগাঁওয়ের হোন্ডা শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িটি বিক্রির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এই গাড়িকে বলা হচ্ছে সবথেকে ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি। এই মিড-সাইজ সেডান গাড়ি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এতে রয়েছে চমকপ্রদ ফিচার।
এতে রয়েছে মনোলোভা লেদার ইন্টেরিওর, যার সাথে আরো রয়েছে ব্যাকসিটের এসি কন্ট্রোল। সব মিলিয়ে একটি আরামদায়ক এবং বিলাসবহুল গাড়ি এটি।
আরও পড়ুন: মাইলেজ বাড়াতে চান? অনুসরণ করুন এই ৭টি অভ্যাস
এই গাড়িতে পাবেন ১৫০০ সিসি হাইব্রিড ইঞ্জিন, যা মসৃণ ড্রাইভিং এবং চমৎকার মাইলেজ প্রদান করে।
বিজ্ঞাপন
গাড়িটি বেশ চওড়া ও উঁচু। যা একে পেশীবহুল রূপ দিয়েছে।
হোন্ডার নতুন এই গাড়ির দাম ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, ডিএইচএস মোটরসের জেনারেল ম্যানেজার আরমান রশিদ এবং ফারহান সামাদ প্রমুখ।
এজেড

