শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইকের ব্রেক ঠিকমতো কাজ করছে কি না কীভাবে বুঝবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১০:০১ এএম

শেয়ার করুন:

bike break

সড়কে নিরাপদে বাইক চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ব্রেকিং সিস্টেম। অনেক সময় দেখা যায়, হঠাৎ ব্রেক কাজ না করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাই নিয়মিতভাবে নিশ্চিত হওয়া উচিত যে, আপনার বাইকের ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা। নিচে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ও পরীক্ষা তুলে ধরা হলো, যেগুলোর মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন ব্রেকে কোনো সমস্যা আছে কিনা।

১. ব্রেক ধরার সময় বাইক থামতে দেরি হলে

সাধারণ অবস্থায় ব্রেক চাপলেই বাইক দ্রুত গতি কমিয়ে থেমে যাওয়ার কথা। কিন্তু যদি আপনি অনুভব করেন, ব্রেক করার পরও বাইক থামতে সময় নিচ্ছে, তবে তা পরিষ্কারভাবে একটি সমস্যার ইঙ্গিত দেয়। এটি হতে পারে ব্রেক প্যাড বা শু এর ক্ষয়, ব্রেক অয়েলের ঘাটতি, কিংবা ডিস্কে সমস্যা থাকার কারণে।

beeakpi

২. ব্রেক করতে গেলে শব্দ হলে

ব্রেক করার সময় যদি কিঁচ কিঁচ বা ঘষার মতো কোনো অস্বাভাবিক শব্দ আসে, তবে বুঝতে হবে ব্রেক প্যাড ক্ষয়ে গেছে বা কোথাও ধুলা-ময়লা আটকে আছে। এ ছাড়া ধাতব শব্দ এলে বুঝতে হবে প্যাড একেবারে শেষ পর্যায়ে চলে গেছে এবং মেটাল ডিস্কে ঘষা লেগেছে, যা বাইকের জন্য ক্ষতিকর।


বিজ্ঞাপন


৩. ব্রেক লিভার বা প্যাডেল ঢিলা মনে হলে

আপনি যদি দেখেন যে, ব্রেক লিভার বা প্যাডেল আগের মতো টাইট নেই এবং অনেকটা চেপেও ব্রেক ঠিকমতো কাজ করছে না, তবে বুঝতে হবে ব্রেকে চাপ তৈরি হচ্ছে না। এটি হতে পারে হাইড্রোলিক ব্রেক সিস্টেমে অয়েল লিক বা এয়ার প্রবেশ করার কারণে।

৪. বাইক হঠাৎ এক পাশে টান দিলে

ব্রেক করার সময় যদি বাইক হঠাৎ ডান বা বাম দিকে টান দেয়, তাহলে বুঝতে হবে এক পাশে ব্রেক বেশি কাজ করছে বা অন্য পাশে কম। এটি ভারসাম্যহীন ব্রেক সিস্টেমের লক্ষণ এবং এটি বিপজ্জনক হতে পারে।

breaking

৫. ডিস্ক ব্রেক অতিরিক্ত গরম হলে

অনেকক্ষণ বাইক চালানোর পর ডিস্ক ব্রেকে গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি দেখেন মাত্র অল্প সময় চালানোর পরই ব্রেক ডিস্ক অত্যাধিক গরম হয়ে যাচ্ছে, তবে সেটি ব্রেক সিস্টেমে ঘর্ষণের সমস্যা বোঝায়। এতে ব্রেক ফেইল হওয়ার আশঙ্কা থাকে।

৬. ব্রেক অয়েল বা ক্যাবল চেক করুন

রেগুলারভাবে ব্রেক অয়েল (যদি হাইড্রোলিক ব্রেক হয়) এবং ব্রেক ক্যাবল (যদি মেকানিক্যাল ব্রেক হয়) ঠিকমতো কাজ করছে কি না, তা চোখে দেখেই অনেকাংশে বুঝা যায়। অয়েল কম থাকলে ব্রেক দুর্বল হবে, আবার ক্যাবল ঢিলা হলে ব্রেক লিভার বা প্যাডেল টিপেও ফল পাওয়া যাবে না।

৭. ব্রেক টেস্ট করে দেখুন

প্রতি সপ্তাহে অন্তত একবার ধীরে ধীরে গতি বাড়িয়ে সামনে-পিছনে ব্রেক চাপ দিয়ে পরীক্ষা করুন ব্রেক ঠিকমতো কাজ করছে কি না। বিশেষ করে বর্ষাকালে বা পাহাড়ি এলাকায় গেলে, ব্রেকের দক্ষতা নিশ্চিত করেই রাস্তায় নামা উচিত।

আরও পড়ুন: কার্বুরেটর নাকি ফুয়েল ইঞ্জেকশন— মোটরসাইকেলে কোন প্রযুক্তি ভালো?

ব্রেক হচ্ছে বাইকের সেই অংশ যা সরাসরি আপনার জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই ব্রেকিং সিস্টেমে সামান্য সমস্যা দেখা দিলেও অবহেলা না করে দ্রুত তা পরীক্ষা ও সারিয়ে নেওয়া জরুরি। প্রয়োজনে একজন অভিজ্ঞ মেকানিকের সহায়তা নিন। নিয়মিত রক্ষণাবেক্ষণই পারে দুর্ঘটনা থেকে রক্ষা করতে। নিরাপদ ব্রেকিং, নিরাপদ যাত্রা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর