৪০০ সিসির নতুন স্কুটার আনল সুজুকি। সম্প্রতি বাজারে এলো ২০২৫ ভার্সনের সুজুকি বার্গম্যান ৪০০ মডেল। যদিও বার্গম্যান ৪০০ মডেলের নতুন সংস্করণটিতে কোনও যান্ত্রিক পরিবর্তন আনা হয়নি। নতুন রূপ পেয়েছে। নজরকাড়া তিনটি নতুন রঙ যুক্ত করে স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইউরোপের বাজারে উন্মোচিত ২০২৫ ভার্সনের সুজুকি বার্গম্যান ৪০০ পার্ল হোয়াইট শ্যাডো গ্রিন রঙে গোল্ডেন হুইলসসহ, সম্পূর্ণ ব্ল্যাক রঙে সোনালি রিমসসহ, এবং ব্রাইট মেটালিক ব্লু কালারে বেছে নেওয়া যাবে। এর মধ্যে মেটালিক ব্লু রঙটি স্কুটারটির স্পোর্টি ও তরুণ প্রজন্মের জন্য উপযোগী চেহারা সহ এসেছে।
বিজ্ঞাপন
রঙ ছাড়া স্কুটারটির যান্ত্রিক কাঠামোতে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই, এটি চালিত হয় ৪০০ সিসির সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন দ্বারা, যার সঙ্গে জোড়া রয়েছে সিভিটি গিয়ারবক্স। স্কুটারটি একটি শক্তপোক্ত স্টিল আন্ডারবোন ফ্রেমের ওপর নির্মিত এবং এতে রয়েছে সামনে ১৫ ইঞ্চি ও পেছনে ১৩ ইঞ্চি অ্যালয় হুইল।
আরও পড়ুন: বর্ষাকালে মোটরসাইকেলের যত্নে যেসব নিয়ম মানা জরুরি
বার্গম্যান ৪০০ মডেলের স্কুটারটিতে রয়েছে টুইন-পড অ্যানালগ মিটারসহ এলসিডি ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, প্রশস্ত আন্ডার-সিট স্টোরেজ স্পেস, এবং একটি এলইডি হেডল্যাম্প। সাসপেনশনের দায়িত্বে রয়েছে সামনে টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে একটি মনোশক। ব্রেকিংয়ের জন্য সামনে ও পেছনে ডিস্ক ব্রেক রয়েছে, যার সঙ্গে ডুয়েল-চ্যানেল এবিএসও যুক্ত।
বিজ্ঞাপন
এজেড