শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল চালিয়ে ঈদে বাড়ি গিয়েছিলেন? ঢাকায় ফিরে এখন যা করতেই হবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৯:১৫ এএম

শেয়ার করুন:

motorcyle

ঈদের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছাড়েন পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। যানজট ও সময় সাশ্রয়ের জন্য অনেকেই বেছে নিয়েছেন মোটরসাইকেল। দূরপাল্লার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন তারা আবার ফিরেছেন রাজধানীতে। তবে ফেরার পর শুধু আরাম নয়, প্রিয় যানটিরও প্রয়োজন সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ যাত্রার পর মোটরসাইকেলের কিছু গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা ও পরিষ্কার না করলে এর কার্যকারিতা কমে যেতে পারে, এমনকি বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।

ঈদের পর মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণে যা করবেন-

১. ইঞ্জিন অয়েল পরীক্ষা ও পরিবর্তন করুন

দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইঞ্জিনে ধুলাবালি জমে গিয়ে তেল দূষিত হতে পারে। যাত্রা শুরুর আগে পরিবর্তন না করা হলে এখনই ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন।

BIKE

২. টায়ারের চাপ ও অবস্থা যাচাই করুন:

দীর্ঘ যাত্রায় অতিরিক্ত চাপ পড়ে টায়ারে। ফাটল বা ফোলাভাব দেখা গেলে দ্রুত পরিবর্তন করুন। একই সঙ্গে নির্ধারিত পিএসআই অনুযায়ী টায়ারে বাতাস দিন।

৩. বাইক পুরোপুরি পরিষ্কার করুন:

মাঠ-ঘাট, ধুলা-বালি ও বৃষ্টির কারণে বাইকের গায়ে ময়লা জমে থাকতে পারে। ভালোভাবে ধুয়ে নিয়ে ওয়াক্স বা পলিশ ব্যবহার করুন যাতে বাইক ঝকঝকে থাকে এবং মরিচা না ধরে।

CARE

৪. ব্যাটারির সংযোগ ও চার্জ পরীক্ষা করুন:

দূরপাল্লায় অতিরিক্ত আলো ও হর্ন ব্যবহারের কারণে ব্যাটারির চার্জ ক্ষয় হতে পারে। ব্যাটারি লুজ হয়েছে কি না, টার্মিনাল পরিষ্কার আছে কি না তা দেখুন।

৫. ব্রেক সিস্টেম পরখ করুন:

ব্রেক শু বা ডিস্ক ব্রেকে ঘষা বা শব্দ হলে তা অবহেলা না করে দ্রুত সার্ভিসিং করান। ব্রেক অয়েলও পরীক্ষা করে নিন।

আরও পড়ুন: মোটরসাইকেল ভ্রমণে যেসব গ্যাজেট অবশ্যই সঙ্গে রাখবেন

৬. চেইন লুব্রিকেশন করুন:

চেইনে ধুলা জমে গিয়ে শব্দ বা স্পিডে সমস্যা হতে পারে। চেইন ভালোভাবে পরিষ্কার করে যথাযথ লুব্রিক্যান্ট ব্যবহার করুন।

৭. আলো ও ইলেকট্রনিক্স পরীক্ষা করুন:

হেডলাইট, টেইল লাইট, সিগন্যাল লাইট ও হর্ন ঠিকমতো কাজ করছে কিনা নিশ্চিত করুন।

৮. কাগজপত্র আপডেট রাখুন:

ফেরার সময় অনেকেই রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর চেকের সম্মুখীন হয়েছেন। তাই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স কাগজপত্র আপডেট আছে কিনা দেখে নিন।

বিশেষ পরামর্শ:

বিশেষজ্ঞরা বলেন, ঈদের ছুটির পর অন্তত একবার পূর্ণাঙ্গ সার্ভিসিং করানো উচিত। এতে করে মোটরসাইকেল দীর্ঘমেয়াদে ভালো পারফর্ম করবে এবং হঠাৎ নষ্ট হওয়ার সম্ভাবনাও কমবে।

ঈদের আনন্দ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের নিরাপত্তা ও প্রিয় বাইকের সুরক্ষাও জরুরি। তাই ফিরেই কিছুটা সময় বাইকের যত্নে দিন—নিজের জীবনের সুরক্ষার জন্য এটাই হতে পারে সবচেয়ে বড় বিনিয়োগ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর