শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলতি পথে হঠাৎ মোটরসাইকেল বন্ধ হলে করণীয় জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

tour

বাইকে চেপে আপনি যখন দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটা হতে পারে একেবারে অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর অভিজ্ঞতা। অনেক সময় এমনটা হয় খুবই সাধারণ কারণে, আবার কখনও তা হতে পারে জটিল যান্ত্রিক ত্রুটির ফল। তবে ভয় না পেয়ে কিছু সহজ ধাপ অনুসরণ করলে আপনি দ্রুত সমস্যার সমাধান করতে পারেন।

১. শান্ত থাকুন, নিরাপদ স্থানে দাঁড়ান


বিজ্ঞাপন


প্রথমেই, যদি মোটরসাইকেল চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে যত দ্রুত সম্ভব বাইকটিকে রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যান। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

২. ফুয়েল ট্যাংক পরীক্ষা করুন

বাইকে তেল আছে কি না, সেটাই প্রথম দেখার বিষয়। অনেক সময় ফুয়েল গেজ ঠিকভাবে কাজ না করায় ভুল বার্তা দেয়। সাইডে দাঁড়িয়ে ট্যাংকে ঝাঁকুনি দিয়ে দেখতে পারেন—তেল থাকলে শব্দ বোঝা যাবে।

৩. কিক বা স্টার্ট বাটনে রেসপন্স দেখুন


বিজ্ঞাপন


ইলেকট্রিক স্টার্ট প্রেস করে অথবা কিক দিয়ে দেখতে পারেন ইঞ্জিন ঘুরছে কি না। ইঞ্জিন যদি ঘোরে না, তাহলে ব্যাটারি সংযোগে সমস্যা থাকতে পারে।

৪. কিকস্ট্যান্ড ও কিল সুইচ পরীক্ষা করুন

অনেক মোটরসাইকেলে কিকস্ট্যান্ড নামানো অবস্থায় ইঞ্জিন চালু হয় না। আবার কিল সুইচ অন হয়ে থাকলেও বাইক স্টার্ট নেবে না। এই দুটি বিষয় নিশ্চিত হয়ে নিন।

shud_down

৫. ফিউজ, স্পার্ক প্লাগ ও ব্যাটারি পরীক্ষা করুন

ফিউজ পুড়ে গেলে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন হয়। সঙ্গে অতিরিক্ত ফিউজ থাকলে প্রতিস্থাপন করতে পারেন।

স্পার্ক প্লাগ যদি ভিজে যায় বা কার্বন জমে, তাহলে স্পার্ক বন্ধ হয়ে ইঞ্জিন স্টার্ট নেবে না। পরিষ্কার করে আবার বসান।

ব্যাটারি যদি চার্জহীন হয়ে পড়ে, তাহলে হর্ন বা হেডলাইটও কাজ করবে না। এমন অবস্থায় বাইক স্টার্ট করা কঠিন।

৬. পেট্রোল ফ্লো নিশ্চিত করুন

কার্বুরেটর বা ইনজেকশন সিস্টেমে যদি পেট্রোল না পৌঁছায়, তাহলে ইঞ্জিন চলবে না। অনেক সময় লাইন ব্লক হয়ে যায়, ট্যাংক থেকে পেট্রোল ঠিকমতো আসছে কিনা পরীক্ষা করুন।

৭. প্রয়োজনে সহায়তা নিন

যদি উপরের সব চেষ্টা ব্যর্থ হয়, তাহলে স্থানীয় কোনো গ্যারেজে যান বা রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সাহায্য নিন। নিজের অতিরিক্ত চেষ্টা কখনো বাইকের ক্ষতি ডেকে আনতে পারে।

মোটরসাইকেল চলার পথে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা, তবে তা নিয়ে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় ধাপে ধাপে সমস্যা নির্ধারণ করলেই সমাধান সম্ভব। সচেতনতা ও প্রস্তুতি থাকলে বিপদের মুখেও আপনি থাকবেন নিয়ন্ত্রণে। বাইক রাইডিং হোক নিরাপদ ও নিরবচ্ছিন্ন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর