শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সপ্তাহে একদিন বাইকের যত্ন নিন– বাঁচবে খরচ ও বাড়বে আয়ু

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৯:০৫ এএম

শেয়ার করুন:

motorcycle

মোটরসাইকেল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে, বিশেষ করে শহরের যানজটে সময় বাঁচাতে এর জুড়ি নেই। কিন্তু অনেকেই বাইক নিয়মিত চালালেও তার যত্নের দিকে তেমন মনোযোগ দেন না। অথচ সপ্তাহে মাত্র একদিন, ৩০ মিনিট সময় দিলেই বাইকের আয়ু বেড়ে যেতে পারে কয়েক বছর। সেই সঙ্গে কমবে খরচ, বাড়বে নিরাপত্তা।

কেন নিয়মিত যত্ন প্রয়োজন?

নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বাইকের ইঞ্জিন পারফরম্যান্স কমে যায়, মাইলেজ কমে, পার্টস নষ্ট হয়, এমনকি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। অথচ সঠিকভাবে পরিচর্যা করলে বাইক দীর্ঘদিন ভালো সেবা দেয়।

আরও পড়ুন: মোটরসাইকেলে টিউবলেস নাকি টিউব টায়ার ভালো?

সপ্তাহে একদিনে যা যা করবেন

১. ইঞ্জিন অয়েল চেক করুন

প্রতিদিন না হলেও সপ্তাহে একবার ইঞ্জিন অয়েলের রঙ ও পরিমাণ চেক করুন। যদি কালচে হয়ে যায় বা ঘন হয়ে যায়, তবে পরিবর্তনের সময় হয়ে এসেছে।

tips2

২. টাইয়ারে বাতাস ঠিক আছে কি না দেখুন

কম বা বেশি চাপ উভয়ই বিপজ্জনক। নির্দিষ্ট পিএসআই অনুযায়ী বাতাস দিয়ে নিন।

৩. ব্রেক পরীক্ষা করুন

ব্রেক ঠিকমতো ধরছে কি না, বেশি ঢিলা বা শক্ত হয়ে গেছে কি না, সেটা খেয়াল করুন। প্রয়োজনে মেকানিক দেখান।

৪. চেইন পরিষ্কার ও লুব্রিকেট করুন

বাইকের চেইন শুকিয়ে গেলে শব্দ করে এবং গতি কমে যায়। চেইন পরিষ্কার করে লুব্রিক্যান্ট ব্যবহার করুন।

bike2

৫. বাতি ও হর্ণ পরীক্ষা করুন

হেডলাইট, ব্রেক লাইট, টার্ন সিগন্যাল ও হর্ণ ঠিকঠাক কাজ করছে কি না দেখে নিন।

৬. মিরর ও মিটার গ্লাস পরিষ্কার করুন

স্পষ্ট দেখতে না পারলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। একটি শুকনো কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মিরর পরিষ্কার করে নিন।

৭. বডি পরিষ্কার ও ওয়াশ করুন (প্রয়োজনে)

সপ্তাহে একবার বাইক ধুয়ে নেওয়া ভালো। ধুলোবালি জমে রঙ নষ্ট হয় এবং যন্ত্রাংশে ক্ষতি করে।

bike35

অতিরিক্ত কিছু টিপস

বাইক চালানোর পরে ইঞ্জিন ঠান্ডা হলে ঢেকে রাখুন।

রোদে বেশিক্ষণ বাইক পার্ক করবেন না, এতে রঙ ও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়।

বাইকের দুই চাবি ঘুরিয়ে চালু করার অভ্যাস ব্যাটারির আয়ু বাড়ায়।

প্রতি ২-৩ মাসে সার্ভিসিং সেন্টারে পূর্ণ চেকআপ করান।

খরচ বাঁচানোর গাণিতিক হিসাব

নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে প্রতি বছর গড়ে ৫০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হয় শুধু পার্টস ও সার্ভিসিংয়ে। কিন্তু সপ্তাহে একদিন সময় দিলে এই খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।

একটা ছোট্ট অভ্যাস আপনার বাইককে করতে পারে দীর্ঘজীবী ও খরচ-সাশ্রয়ী। সপ্তাহে মাত্র একদিন, ৩০ মিনিট সময় দিন — আপনার বাইকও আপনাকে দীর্ঘদিন সঙ্গ দেবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর