শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদে মোটরসাইকেল নিয়ে বাড়ি গেলে যেসব বিষয়ে মানা জরুরি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১০:২৮ এএম

শেয়ার করুন:

eid travel

ঈদ মানেই আনন্দ, পরিবারকে নিয়ে সময় কাটানোর ক্ষণ গোনা। তাই বহু মানুষ ঈদ উপলক্ষে শহর থেকে গ্রামে ছুটে যান প্রিয়জনদের কাছে। অনেকেই যান মোটরসাইকেল চালিয়ে, যা তুলনামূলক সাশ্রয়ী ও সময় বাঁচায়। তবে ঈদযাত্রার সময় সড়কে যানজট, অতিরিক্ত চাপ, আবহাওয়ার বৈরিতা ও ক্লান্তির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই ঈদের সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার আগে ও পথে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

১. হেলমেট ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন

নিজের এবং সহযাত্রীর জন্য ভালো মানের ফিটিং হেলমেট পরিধান বাধ্যতামূলক। সঙ্গে ব্যবহার করুন গ্লাভস, সানগ্লাস, এলবো ও নিপ গার্ড। দুর্ঘটনা ঘটলে এগুলো জীবন রক্ষায় বড় ভূমিকা রাখে।

bike2

২. সর্বোচ্চ ২ জন যাত্রী চলাচল করুন

আইন অনুযায়ী, মোটরসাইকেলে চালকসহ ২ জন চলতে পারবেন। তিনজন ওঠা বা অতিরিক্ত মালপত্র বহন করাও বিপজ্জনক এবং দণ্ডনীয়।


বিজ্ঞাপন


৩. গতি নিয়ন্ত্রণে রাখুন

ঈদের সময় সড়কে ভিড় বেশি থাকে। তাই হঠাৎ ব্রেক, ওভারটেক বা উচ্চ গতিতে চালানো থেকে বিরত থাকুন। সর্বোচ্চ ৫০–৬০ কিমি/ঘণ্টা গতিই নিরাপদ।

eid

৪. বাড়তি মালপত্র না নিন

পেছনে ভারী ব্যাগ বা সুঁটকেস বেঁধে চালালে ভারসাম্য হারাতে পারেন। মালপত্র কমিয়ে নিন বা আলাদা বাহনে পাঠান।

আরও পড়ুন: মোটরসাইকেল ভ্রমণে কত কিলোমিটার পরপর বিরতি নেওয়া উচিত?

৫. রাস্তায় সতর্ক থাকুন, নিয়ম মানুন

ট্রাফিক সিগনাল ও পুলিশের নির্দেশনা মানুন

বিপরীত দিক থেকে গাড়ি আসছে কি না দেখে ওভারটেক করুন

মোড় বা ক্রসিংয়ে হর্ণ দিন এবং গতি কমান

কোনোভাবেই মোবাইল বা হেডফোন ব্যবহার করবেন না চালানোর সময়

tioyur3

৬. পর্যাপ্ত বিশ্রাম নিন ও সময় হাতে রেখে রওনা দিন

দীর্ঘ পথ হলে প্রতি ৭০–১০০ কিমি পর বিশ্রাম নিন। তাড়াহুড়া না করে আগেভাগেই যাত্রা শুরু করুন, যেন সময়মতো পৌঁছাতে পারেন।

৭. বাইক প্রস্তুতি নিশ্চিত করুন

রওনা হওয়ার আগে নিশ্চিত করুন:

ব্রেক ঠিকঠাক আছে কিনা

টায়ারে পর্যাপ্ত বাতাস আছে

লাইট, হর্ন, সিগন্যাল কাজ করছে কিনা

ইঞ্জিন অয়েল যথাযথ আছে কিনা

trour

৮. বৃষ্টি বা ঝড়ের সময় বাড়তি সাবধানতা অবলম্বন করুন

আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। বৃষ্টির মধ্যে চালালে স্লিপ হতে পারে, তাই স্পিড কমিয়ে, হেডলাইট চালিয়ে এবং রাস্তার পাশে চলুন।

ঈদে বাড়ি ফেরা আনন্দের, কিন্তু সেই আনন্দ যেন দুঃখে পরিণত না হয়। নিরাপদ যাত্রার জন্য মোটরসাইকেল চালকদের দায়িত্বশীল ও সচেতন আচরণ জরুরি। আইন মানুন, নিজের ও অন্যের জীবন রক্ষা করুন—এটাই হোক এবারের ঈদের যাত্রার মূল বার্তা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর