সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এর মধ্যে অনেক দুর্ঘটনার নেপথ্যে থাকে একটি সাধারণ কিন্তু মারাত্মক কারণ— ব্রেক ফেল। ব্রেক ফেল মানেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যানটি, যার পরিণতি হতে পারে প্রাণঘাতী। এই প্রতিবেদনে তুলে ধরা হলো গাড়ির ব্রেক ফেল করার প্রধান কারণসমূহ ও প্রতিকার।
ব্রেক ফেল— একটি নীরব ঘাতক
চালকের জীবন এবং নিরাপদ যাত্রার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্রেক সিস্টেম। কিন্তু সময়মতো রক্ষণাবেক্ষণের অভাব, যান্ত্রিক ত্রুটি এবং অবহেলা ব্রেক ফেলের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
গাড়ির ব্রেক ফেল করার সাধারণ কারণ-
১. ব্রেক ফ্লুইডের ঘাটতি বা লিক হওয়া
ব্রেক ফ্লুইড মূলত ব্রেক প্যাডে চাপ পৌঁছে দেয়। ফ্লুইড কমে গেলে ব্রেক চাপলেও চাকায় সে প্রভাব পড়ে না।
বিজ্ঞাপন
২. ব্রেক লাইনের লিকেজ
ব্রেক লাইন ফুটো হয়ে গেলে ফ্লুইড বেরিয়ে যায় এবং চাপ কাজ করে না।
আরও পড়ুন: মোটরসাইকেলের টায়ার কত বছর টেকে?
৩. ওভারহিটেড ব্রেক
দীর্ঘ সময় ব্রেক চাপা থাকলে ব্রেক সিস্টেম অতিরিক্ত গরম হয়। এতে ব্রেকের কার্যক্ষমতা হ্রাস পায়।
৪. ব্রেক প্যাডের ক্ষয়
ব্রেক প্যাড ঘর্ষণের মাধ্যমে গাড়ি থামায়। অনেক সময় দেখা যায়, বছর পর বছর প্যাড না বদলানোর কারণে তা পুরো ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে।
৫. হাইড্রোলিক সিস্টেমে সমস্যা
আধুনিক গাড়িগুলোর ব্রেক সিস্টেম হাইড্রোলিক পদ্ধতিতে চলে। এর কোনো যন্ত্রাংশ নষ্ট হলে পুরো ব্রেক ফেল করতে পারে।

৬. গাড়িতে অতিরিক্ত ওজন বহন
অনুমোদিত সীমার বেশি ওজন চাপলে ব্রেক সিস্টেম সহজেই ব্যর্থ হয়।
ব্রেক ফেলের ভয়াবহ পরিণতি
রাজধানী থেকে মফস্বল— সর্বত্রই দেখা যাচ্ছে, ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। অনেকে প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন অসংখ্য মানুষ। এমনকি ব্রেক ফেল হয়ে পথচারীরাও হতাহত হচ্ছেন। এসব ঘটনা মূলত সঠিক রক্ষণাবেক্ষণ না থাকার ফলেই ঘটছে।
প্রতিরোধের উপায়
প্রতি ৩ মাস অন্তর গাড়ির ব্রেক সিস্টেম পরীক্ষা করানো
ব্রেক ফ্লুইড নিয়মিত চেক ও পরিবর্তন করা
ব্রেক প্যাডের ঘর্ষণ হলে দ্রুত পরিবর্তন
হাইড্রোলিক লাইন ও পাইপ পরীক্ষা করা
লাইসেন্সধারী গ্যারেজে গাড়ির সার্ভিসিং করানো
ব্রেক একটি যানবাহনের জীবনরক্ষাকারী অংশ। এটি ব্যর্থ হলে পুরো গাড়িই হয়ে উঠতে পারে এক ভয়ংকর মরণফাঁদ। তাই গাড়ির মালিকদের উচিত নিয়মিতভাবে ব্রেক সিস্টেম পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা। আর আইনপ্রণেতাদের উচিত রাস্তায় চলাচলকারী যানবাহনের ব্রেক পরীক্ষা বাধ্যতামূলক করা।
এজেড

