মোটরসাইকেল মানেই যেন গতির এক বিশ্বস্ত বাহন। তবে অনেক সময় চালকদের মনে প্রশ্ন জাগে— এই যানবাহনটি চলতে কেন ব্যাটারির প্রয়োজন হয়? বিশেষ করে যখন ব্যাটারি নষ্ট হয়ে যায়, তখন ইলেকট্রিক স্টার্ট বা লাইট কাজ না করায় ভোগান্তিতে পড়তে হয় চালকদের। চলুন জেনে নেওয়া যাক, মোটরসাইকেলে ব্যাটারির আসল কাজ কী।
বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেল চালাতে ব্যাটারি মূলত সরাসরি ইঞ্জিন চালায় না, বরং ইঞ্জিন চালু রাখার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ব্যবস্থাগুলো চালাতে ব্যাটারির ব্যবহার হয়।
বিজ্ঞাপন
মোটরসাইকেলে কেন লাগে ব্যাটারি?
১. ইলেকট্রিক স্টার্ট: আধুনিক মোটরসাইকেলগুলোর বেশিরভাগেই এখন কিক স্টার্টের পাশাপাশি রয়েছে ইলেকট্রিক স্টার্ট সিস্টেম। এই স্টার্ট চালু করতে ব্যাটারি শক্তি সরবরাহ করে স্টার্টার মোটরে।
২. লাইট ও হর্ন: হেডলাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর এবং হর্ন বাজাতে ব্যাটারি প্রয়োজন হয়। রাতে বা বৃষ্টির মধ্যে এগুলো ছাড়া নিরাপদ চালনা অসম্ভব।

বিজ্ঞাপন
৩. ফুয়েল ইঞ্জেকশন ও সেন্সর: আধুনিক বাইকে ইএফআই (Electronic Fuel Injection) ব্যবস্থার জন্য ব্যাটারি অপরিহার্য। এই সিস্টেম ব্যাটারি ছাড়া কাজ করে না।
৪. ড্যাশবোর্ড ও অন্যান্য ডিভাইস: ডিজিটাল মিটার, ঘড়ি, গিয়ার ইন্ডিকেটরসহ নানা ফিচার ব্যাটারি দ্বারা চালিত হয়।
আরও পড়ুন: মোটরসাইকেলের সিসি বলতে কী বোঝায়?
তবে পুরোনো অনেক মোটরসাইকেলে কেবল কিক স্টার্ট থাকায় সীমিতভাবে ব্যাটারি ছাড়াও চলতে পারে, যদিও তখন লাইট বা হর্ন সঠিকভাবে কাজ নাও করতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, মোটরসাইকেলের ব্যাটারির রক্ষণাবেক্ষণ নিয়মিতভাবে করা উচিত। ব্যাটারি দুর্বল হয়ে গেলে না শুধু স্টার্ট দিতে সমস্যা হয়, বরং নিরাপত্তার বিষয়েও ঝুঁকি দেখা দেয়।
এজেড

