শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই মোটরসাইকেলের দাম বাংলাদেশি মুদ্রায় কয়েক শ কোটি টাকা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

motorcycle

বিশ্বে মোটরসাইকেল শুধু বাহনের মাধ্যম নয়, অনেক সময় এটি বিলাসিতা, প্রযুক্তি ও ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। বিভিন্ন ব্র্যান্ড তাদের অনন্য ডিজাইন, উন্নত প্রযুক্তি ও সীমিত সংস্করণে তৈরি মোটরসাইকেল দিয়ে নজর কেড়েছে। এদের মধ্যে সবচেয়ে দামি মোটরসাইকেলগুলোর একটি হলো নেইম্যান মারকাস লিমিটেড এডিশন ফাইটার (Neiman Marcus Limited Edition Fighter)। যা আজও মোটরসাইকেল প্রেমীদের কাছে এক বিস্ময়।

bike


বিজ্ঞাপন


নেইম্যান মারকাস মূলত একটি বিলাসবহুল মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। যারা ২০০৮ সালে মাত্র ৪৫টি ইউনিট তৈরি করে এই অনন্য মোটরসাইকেলটি বাজারে এনেছিল। যদিও এটি মূলত একটি ‘কনসেপ্ট বাইক’ হিসেবে তৈরি করা হয়েছিল, পরে এটি এত জনপ্রিয়তা পায় যে নিলামে এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাইক এগুলো

বিলাসবহুল এই বাইকের মূল বৈশিষ্ট্য

সম্পূর্ণ হ্যান্ডক্র্যাফটেড ডিজাইন


বিজ্ঞাপন


টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবারের সমন্বয়ে নির্মিত

শক্তিশালী ভি টুইন ইঞ্জিন

প্রায় ৩০৫ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি

ভবিষ্যতমুখী নকশা ও প্রযুক্তির নিপুণ সমন্বয়

most

মোটরসাইকেল প্রযুক্তি ও নকশার দিক থেকে আজ এতটাই এগিয়ে গেছে যে এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং একটি শৈল্পিক ও আর্থিক বিনিয়োগের বস্তু হয়ে দাঁড়িয়েছে। নেইম্যান মারকাস লিমিটেড এডিশন ফাইটারের মতো বাইকগুলো শুধু ধনীদের জন্য বিলাস নয়, বরং মোটরসাইকেল ইতিহাসে একেকটি মাইলফলক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর