শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড মোটরসাইকেলের ইঞ্জিনে ত্রুটি, এই মডেলের বিক্রি বন্ধ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

royal enfield motorcyle bangladesh

ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ বিক্রি বন্ধ করা হয়েছে। ভারতে রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলের মোটরসাইকেলটি লঞ্চ হওয়ার মাত্র পাঁচ মাসেরও বেশি সময় হয়েছে। আর এরই মাঝে এই বাইকের ইঞ্জিনে ত্রুটি দেখা দিল।

 এই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলটির ভারতে বিক্রি হচ্ছিল ২ লাখ রুপিতে। 


বিজ্ঞাপন


লঞ্চের পরপরই এই মোটরসাইকেলটি বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, কিন্তু দ্রুতই এর জনপ্রিয়তা কমতে শুরু করে। এখন এটি আবারও খবরের শিরোনামে এসেছে, তবে কোম্পানির প্রত্যাশিত উপায়ে নয়।

royal_enfield_

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, স্ক্র্যাম ৪৪০-এর বিক্রি এবং বুকিং সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর কারণ হলো ইঞ্জিনের একটি ত্রুটিপূর্ণ উপাদান, যাকে ‘উডরাফ কী’ বলা হয়। এই উপাদানটি ম্যাগনেটিক কয়েলের মধ্যে স্থাপিত থাকে এবং এর ত্রুটির কারণে নির্দিষ্ট কিছু মডেলে সমস্যা দেখা দিয়েছে।

ত্রুটিপূর্ণ উপাদান ও সমস্যা

উডরাফ কী-এর ত্রুটির কারণে স্ক্র্যাম ৪৪০-এর কিছু মডেলে ইঞ্জিন সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার ফলে মোটরসাইকেলটি কিছুক্ষণ চলার পর বন্ধ করা হলে পুনরায় স্টার্ট করতে ব্যর্থ হচ্ছে। ইঞ্জিন চলাকালীন কোনো সমস্যা না হলেও, যখন মোটরসাইকেলটি থামানো হয় এবং ইগনিশন বন্ধ করা হয়, তখন ৪৪৩ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনটি আর স্টার্ট হচ্ছে না। এই সমস্যা গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে।

rw

রয়েল এনফিল্ড ইতিমধ্যেই এই ত্রুটিপূর্ণ উপাদান প্রতিস্থাপনের জন্য নতুন উডরাফ কী পাঠানো শুরু করেছে, যা গ্রাহকদের মোটরসাইকেলে স্থাপন করা হবে। তবে, সমস্যাটি সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানি স্ক্র্যাম ৪৪০-এর বিক্রি এবং বুকিং স্থগিত করেছে।

আরও পড়ুন: মোটরসাইকেল স্টার্ট দিতে যে ভুল করেন বেশিরভাগ মানুষ

প্রতিবেদন অনুসারে, মাত্র ২ শতাংশ স্ক্র্যাম ৪৪০ মডেল এই সমস্যায় আক্রান্ত। তবুও, গ্রাহকদের নিরাপত্তা এবং রাইডিং অভিজ্ঞতার কথা বিবেচনা করে রয়েল এনফিল্ড কোনো ঝুঁকি নিতে চায়নি। কোম্পানি এখনও বুকিং এবং ডেলিভারি পুনরায় শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভবত আগামী মাস থেকে এটি পুনরায় শুরু হতে পারে।

রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলের স্পেসিফিকেশন

রয়েলয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০-এ রয়েছে একটি ৪৪৩ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা ৬,২৫০ আরপিএম-এ ২৫ হর্সপাওয়ার এবং ৪,০০০ আরপিএম-এ ৩৪ এনএম পিক টর্ক উৎপন্ন করে।

এই ইঞ্জিনটি একটি ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই মোটরসাইকেলটি বাজারে ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০ এক্স-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর