ভারতের মুম্বাইভিত্তিক ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই প্রথম মাইক্রো ইলেকট্রিক কার আনল। মধ্যবিত্তের ইলেকট্রিক গাড়ি চড়ার স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কোম্পানিটি চার চাকার ইলেকট্রিক গাড়ি ইএএস-ই বাজারে বিক্রির ঘোষণা দিয়েছে। একাধিক কনফিগারেশনে এই গাড়ি বাজারে এসেছে। বেস, মিউ, লং-রেঞ্জ ভেরিয়েন্টে কেনা যাবে এই ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল। থাকছে রিমোট পার্কিং অ্যাসিস্ট, রিমোট কানেক্টিভিটি / ডায়াগনস্টিক ও ক্রুজ কন্ট্রোলের মতো প্রিমিয়াম ফিচার।
বিজ্ঞাপন

ভারতে মাত্র ৪ লাখ রুপিতে এই কেনার বেজ ভার্সন কেনা যাবে। টপ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৬ লাখ রুপি।
দুই জন এই গাড়িতে চড়তে পারবেন।
দুই সিটের পিএমভি ইএএস-ই কোয়াড্রিসাইকেলটি বাজারে বাজাজ কিউট মডেলকে সরাসরি টেক্কা দেবে। নতুন এই ই-কারের দৈর্ঘ্য ২৯১৫ মিলিমিটার। দৈর্ঘ্য কম হওয়ার কারণে খুব সহজেই এই গাড়ি পার্ক করা যাবে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিলিমিটার। যে কোন ধরনের রাস্তায় খুব সহজে এই গাড়ি চালানো যাবে।
এই গাড়ির ইলেকট্রিক মোটর সামনের চাকায় শক্তি জোগাবে। থাকছে একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।
বিজ্ঞাপন
কোম্পানির দাবি এক চার্জে টানা ৪ ঘণ্টা চলবে এই ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। তিনটি ভেরিয়েন্টে পৃথক রেঞ্জ মিলবে। বেস ভেরিয়েন্টে থাকছে ১২০ কিলোমিটার রেঞ্জ। মিড ও লং রেঞ্জে যথাক্রমে ১৬০ কিলোমিটার ও ২০০ কিলোমিটার।
নয়া এই ই-কারের স্টিয়ারিং হুইলে গাড়ির বিভিন্ন কন্ট্রোল থাকবে। ওটিএ আপডেটের মাধ্যমে গাড়ির ফার্মওয়্যার আপডেট করা যাবে। এছাড়াও থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিমোট কি-লেস এন্ট্রি, পাওয়ার উইন্ডো, ইলেকট্রনিকালি কন্ট্রোল্ড মিরর, রিয়ার ভিউ ক্যামেরার মতো প্রিমিয়াম ফিচারগুলো।
গাড়ির কেবিনে থাকছে এয়ার কন্ডিশনিংয়ের সুবিধা। এই ইলেকট্রিক গাড়িতে দেখা যাবে এলইডি হেডল্যাম্প।
ডুয়াল টোন ফিনিসে এই ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে। স্পার্কেল সিলভার, ব্রিলিয়ান্ট হোয়াইট, ডিপ গ্রিন, প্যাশনেট রেড পেপি অরেঞ্জ, পিওর ব্ল্যাক ম্যাজেস্টিক ব্লু, ফাঙ্কি ইয়েলো, ভিনটেজ ব্রাউন এবং রয়্যাল বেইজ কালারে পাওয়া যাবে গাড়িটি।
এজেড

