ভারতের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা মাহিন্দ্রা তাদের যাত্রীবাহী গাড়ির বিক্রি বাড়াতে এবং এমওয়াই ২০০৪ মডেলের স্টক ক্লিয়ার করতে বিশাল ছাড়ের ঘোষণা করেছে। মার্চ ২০২৫ মাসজুড়ে মাহিন্দ্রা থার, স্কোরপিও এন, এক্সইউভি ৩এক্স০ এবং স্কোরপিও ক্লাসিকসহ মোট নয়টি মডেলের উপর বিশেষ অফার দেওয়া হচ্ছে।
এছাড়াও এমওয়াই ২০২৪ এবং এমওয়াই ২০২৫ স্টকের উভয় গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে গ্রাহকদের জন্য এটি নতুন মাহিন্দ্রার গাড়ি কেনার একটি দুর্দান্ত সুযোগ হতে পারে।
বিজ্ঞাপন
মাহিন্দ্রার কোন গাড়িতে কত ছাড়?
মাহিন্দ্রা থার গাড়িতে ১ লাখ থেকে ১ লাখ ২৫ হাজার রুপি পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
মাহিন্দ্রা স্কোরপিও এন গাড়িতে ভার্সন ভেদে ৫৫ হাজার থেকে ৯০ হাজার রুপি পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
বিজ্ঞাপন
মাহিন্দ্রা স্কোরপিও ক্ল্যাসিক মডেলে ৪৪ হাজার রুপি থেকে ১ লাখ ২৫ হাজার রুপি পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এছাড়াও মাহিন্দ্রা এক্সইউভি মডেলে ভার্সন ভেদে ৩০ হাজার রুপি থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: বাইক চালানোর সঠিক নিয়ম জানেন না অনেকেই
মাহিন্দ্রা তাদের এমওয়াই ২০২৪ স্টক দ্রুত বিক্রি করে নতুন মডেল বাজারে আনতে চায়, যার ফলে এই বিশাল ছাড় ঘোষণা করা হয়েছে। যারা নতুন মাহিন্দ্রা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। তবে এই অফার শুধুমাত্র মার্চ ২০২৫ পর্যন্ত সীমিত থাকবে, তাই আগ্রহী গ্রাহকদের দ্রুত নিকটবর্তী মাহিন্দ্রা ডিলারশিপে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এজেড