হোন্ডা মোটরসাইকেলের দাম কমল। উৎসব উপলক্ষে ভারতে হোন্ডার পরিবেশক বিগউইং বিভিন্ন মডেলে ১০ হাজার রুপি পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে এই ছাড় শুধুমাত্র ২০২৪ সালে উৎপাদিত মডেলগুলোর জন্য প্রযোজ্য। অর্থাৎ, ২০২৪ সালের স্টক ক্লিয়ার করার লক্ষ্যেই এই অফার আনা হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে ভারতে হোন্ডা বিগউইং নেটওয়ার্কের অধীনে নয়টি মোটরসাইকেল বিক্রি করা হচ্ছে। এই তালিকায় রয়েছে সিবি৩০০এফ, হাইনেস সিবি ৩৫০, সিবি৩৫০, সিবি৩৫০আরএস, ট্রান্সল্যাপ এবং গোল্ড উইং। যারা নতুন হোন্ডা বাইক কিনতে চাইছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
হোন্ডার নতুন মোটরসাইকেল ২০২৫
এদিকে হোন্ডা মোটরসাইকের অ্যান্ড স্কুটার ইন্ডিয়া সম্প্রতি নতুন এনএক্স২০০ লঞ্চ করেছে, যার এক্স-শোরুম মূল্য ১.৬৮ লাখ রুপি। এটা মূলত সিবি২০০এক্স-এর রিব্র্যান্ডেড ভার্সন। যা কয়েক বছর ধরে বাজারে উপলব্ধ ছিল। নতুন এনএক্স২০০-এর নামকরণ হোন্ডা এনএক্স৫০০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে, যাতে এনএক্স সিরিজের ধারাবাহিকতা বজায় থাকে।
বিজ্ঞাপন
এজেড