হুন্ডাই মোটর ইন্ডিয়া গত বছর জানুয়ারিতে তাদের নতুন প্রজন্মের ক্রেটা লঞ্চ করেছে। এবারে সংস্থা নতুন আপডেটের মাধ্যমে দুইটি নতুন ভ্যারিয়েন্ট, ইএক্স (০) এবং এসএক্স প্রিমিয়াম লঞ্চের ঘোষণা করল। এছাড়া শীর্ষস্থানীয় এক্স (০) ট্রিমে কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। তবে গাড়ির ডিজাইন বা ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। চলুন নতুন ভ্যারিয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
২০২৪ সালের জানুয়ারিতে ক্রেটার বর্তমান প্রজন্মের মডেল আপডেট হয়। এই আপডেটের ফলে গাড়ির ডিজাইনে নতুনত্ব ও উন্নত ফিচার যোগ করা হয়। হুন্ডাই জানিয়েছে যে, ২০১৫ সালে লঞ্চ হওয়ার পর থেকে কোম্পানি ১২ লক্ষেরও বেশি ক্রেটা বিক্রি করেছে।
বিজ্ঞাপন
ইঞ্জিন ও পারফরম্যান্স
বর্তমান ক্রেটা তিনটি ইঞ্জিন অপশনসহ বাজারে উপলব্ধ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। এটি শুধুমাত্র সাত-গতির ডিসিটি ট্রান্সমিশনের সঙ্গে উপলব্ধ এবং ১৬০ বিএইচপি শক্তি ও ২৫৩ এনএম টর্ক উৎপন্ন করে। অন্যদিকে, ১.৫ লিটার ইউ২ সিআরডিআই ডিজেল ইঞ্জিন ১১৪ বিএইচপি শক্তি ও ২৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ছয়-গতির ম্যানুয়াল ও ছয়-গতির টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পে পাওয়া যায়।
নতুন আপডেটের পরে, ক্রেটার দাম শুরু হয়েছে ভারতে ১১.১১ লাখ রুপি থেকে ২০.৪২ লাখ রুপি পর্যন্ত । নতুন ইএক্স (০) ভ্যারিয়েন্টটি ইএক্স ট্রিমের ওপরে অবস্থান করছে। এর পেট্রোল মডেলের দাম ১২.৯৭ লাখ রুপি, ডিজেল মডেলের দাম ১৪.৫৬ লাখ রুপি।
বিজ্ঞাপন
আইভিটি পেট্রোল ভ্যারিয়েন্ট ও ডিজেল অটোমেটিক ট্রান্সমিশন সংস্করণ যথাক্রমে ১৪.৩৭ লাখ রুপি ও ১৫.৯৬ লাখ রুপি মূল্যে উপলব্ধ। এই নতুন ভ্যারিয়েন্টে প্যানোরামিক সানরুফ ও এলইডি ক্যাবিন রিডিং লাইটের মতো নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
হুন্দাই ক্রিয়েটা: এসএক্স প্রিমিয়াম
এসএক্স প্রিমিয়াম ভ্যারিয়েন্টে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৮-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ৮-স্পিকার বোস সাউন্ড সিস্টেম, ও লেদারেট সিট আপহোলস্ট্রি যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: স্কোডা নতুন ইলেকট্রিক এসইউভি আনছে, রেঞ্জ ৫৭৭ কিমি
ক্রেটার শীর্ষস্থানীয় এসএক্স (০) ভ্যারিয়েন্টে নতুন কিছু প্রযুক্তি সংযোজন করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে রয়েছে রেইন সেন্সর, রিয়ার ওয়্যারলেস চার্জার, ও স্কুপড ফ্রন্ট সিট। এছাড়াও, মোশন সেন্সরযুক্ত স্মার্ট কি সংযোজন করা হয়েছে যা এসএক্স (০) ও তার উপরের ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
এজেড