টিভিএসের জনপ্রিয় স্কুটার জুপিটার এলো নতুন ও রিফাইন ইঞ্জিনে। ভারতে ওবিডি-২বি আপডেটে এই স্কুটার সম্প্রতি বাজারে এসেছে। প্রথম মডেল হিসেবে টিভিএস জুপিটার এই আপডেট পেয়েছে।
নতুন আপডেটের ফলে স্কুটারটির দাম কিছুটা বেড়েছে। ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম রাখা হয়েছে ভারতে ৭৬ হাজার ৬৯১ রুপি। অন্যদিকে, ড্রাম অ্যালয় ভ্যারিয়েন্টের দাম ৮৩ হাজার ৫৪১ রুপি। ড্রাম এসএক্সসি ভ্যারিয়েন্টের দাম ৮৭ হাজার ৯১ রুপি, ডিস্ক এসএক্সসি ভেরিয়েন্টের দাম ৯০ হাজার ১৬ রুপি।
বিজ্ঞাপন
ওবিডি-২বি প্রযুক্তির সুবিধা কী?
নতুন ওবিডি-২বি প্রযুক্তি স্কুটারটিতে বিভিন্ন সেন্সরের মাধ্যমে থ্রটল রেসপন্স, এয়ার-ফুয়েল রেশিও, ইঞ্জিনের তাপমাত্রা, ফুয়েলের পরিমাণ ও ইঞ্জিনের গতি পর্যবেক্ষণ করতে সক্ষম। এর ফলে ইঞ্জিন আরও পরিবেশবান্ধবভাবে কাজ করবে এবং নির্গমন হার কম থাকবে। তবে, আপডেটের পাশাপাশি ইঞ্জিন ও প্রযুক্তিগত দিক থেকে স্কুটারটির অন্যান্য বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
টিভিএস জুপিটার: ইঞ্জিন ও পারফরম্যান্স
জুপিটারের নতুন ওবিডি-২বি মডেলে আগের মতোই ১১৩.৩ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৭.৯১ বিএইচপি শক্তি এবং ৯.৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
এই স্কুটারটি মূলত আরামদায়ক ও ব্যবহার উপযোগী বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয়। এটি ফ্রন্ট ফুয়েল ফিলার ক্যাপ, বড় আন্ডারসিট স্টোরেজ, আইগো অ্যাসিস্ট, হ্যাজার্ড ল্যাম্প এবং ভয়েস অ্যাসিস্ট্যান্সসহ একাধিক আধুনিক ফিচার নিয়ে এসেছে।
হার্ডওয়্যার ও ব্রেকিং সিস্টেম
নতুন জুপিটারের উভয় চাকা ১২ ইঞ্চির এবং এটি সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মোনোশক সাসপেনশন ব্যবস্থায় চলে। ব্রেকিং সিস্টেমে সামনের এবং পেছনের উভয় চাকার জন্য ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। তবে, ফ্রন্ট ডিস্ক ব্রেকের অপশনও রাখা হয়েছে।
এজেড