মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

অত্যাধুনিক সুরক্ষা ফিচারে এলো সবচেয়ে কম দামের গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মারুতি সুজুতি অল্টো কে১০ এখন ভারতের সবচেয়ে সস্তার ছয় এয়ারব্যাগযুক্ত গাড়ির তকমা পেল। এর আগে এই খেতাব ছিল একই কোম্পানির সেলেরিও দখলে। যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছয়টি এয়ারব্যাগসহ আপগ্রেড হয়েছিল। 

অল্টো কে১০-এর এই নতুন আপগ্রেডের ফলে গাড়ির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। এখন এই গাড়ির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৪.২৩ লাখ রুপি থেকে, যেখানে শীর্ষ মডেলের দাম ৬.২১ লক্ষ রুপি পর্যন্ত পৌঁছেছে।


বিজ্ঞাপন


মারুতি সুজুকি অল্টো কে১০ মডেলে এখন ৬ এয়ারব্যাগ

অল্টো কে১০-এর আগে সংস্থার সুইফটছিল প্রথম গাড়ি, যেখানে ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হয়। এরপর, ২০২৪ সালের নভেম্বর মাসে ডেজায়ার মডেলেও একই সুরক্ষা আপডেট আনা হয়। পরে, ২০২৫ সালে মারুতি সুজুকি সেলেরিও ব্রিজা মডেলেও ছয়টি এয়ারব্যাগ সংযোজন করে। অর্থাৎ দেখা যাচ্ছে, যাত্রীদের সুরক্ষা বাড়ানোর জন্য একের পর এক গাড়িতে স্ট্যান্ড্যার্ড হিসাবে ৬টি এয়ারব্যাগ দেওয়ার কাজ করছে মারুতি সুজুকি।

এছাড়াও অল্টো কে১০-এ সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে সংযোজিত হয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ইএসপি), রিয়ার পার্কিং সেন্সর, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন (ইবিডি) এবং তিন-পয়েন্ট সিটবেল্ট।

bag


বিজ্ঞাপন


ইঞ্জিন পারফরম্যান্স

এই নতুন আপডেটের পরেও অল্টো কে১০-এর ইঞ্জিন বিভাগে কোন পরিবর্তন করা হয়নি। এটি এখনও ৯৯৮ সিসি, তিন-সিলিন্ডার, ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হয়। ইঞ্জিনটি ৬৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি ৫,৫০০ আরপিএম-এ এবং ৮৯ এনএম টর্ক ৩,৫০০ আরপিএম-এ উৎপন্ন করতে সক্ষম। গিয়ারবক্স অপশন হিসাবে এতে ৫-স্পিড ম্যানুয়াল ও ৫-স্পিড এএমটি গিয়ারবক্স রয়েছে।

এছাড়াও, অল্টো কে১০-এ সিএনজি ভ্যারিয়েন্ট অফার করা হয়েছে। তবে সিএনজি-তে চলার সময় ইঞ্জিনের ক্ষমতা কিছুটা কমে যায়। সিএনজি সংস্করণটি ৫৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি ৫,৩০০ আরপিএম-এ এবং ৮২.১ এনএম টর্ক ৩,৪০০ আরপিএম-এ উৎপন্ন করতে সক্ষম। সিএনচি ভ্যারিয়েন্টে শুধুমাত্র ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে, এতে কোনো অটোমেটিক ট্রান্সমিশন নেই।

আরও পড়ুন: গাড়ি-বাইক থামাতে আগে ক্লাচ নাকি ব্রেক চাপবেন?

ডিজাইন ও ফিচার

মারুতি সুজুকি অল্টো কে১০-এর এক্সটেরিয়র ডিজাইন বেশ কমপ্যাক্ট এবং এটি ১৩ ইঞ্চির স্টিল হুইলস সহ আসে। গাড়িটি ছয়টি আলাদা এক্সটেরিয়র কালার অপশনে উপলব্ধ, যা গ্রাহকদের আরও বেশি পছন্দের সুযোগ দেয়। গাড়ির অভ্যন্তরে একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭ ইঞ্চির স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা  অ্যাপল কার প্লে এবং অ্যানড্রয়েড অটো সংযোগ সমর্থন করে। এছাড়াও গাড়িতে রিমোট কি অ্যাক্সেস, ইলেকট্রনিকালি অ্যাডজাস্টেবল ওআরভিএম’এস (আউটসাইড রিয়ার ভিউ মিরর), স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোলস প্রভৃতি ফিচার দেওয়া হয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন