বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

এই ইলেকট্রিক বাইকের রেঞ্জ ১৫০ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img

রিভল্ট মোটরস বাজারে তাদের নতুন বৈদ্যুতিক কমিউটার মোটরসাইকেল লঞ্চ করল। যার মডেল রিভল্ট আরভি ব্লেজএক্স। ভারতে এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১ লাখ ১৪ হাজার রুপি। কোম্পানির দাবি, এটি ভালো পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি আধুনিক ফিচার দ্বারা সমৃদ্ধ একটি ই-বাইক।

রিভল্ট আরভি ব্লেজের মোটর ও ব্যাটারি


বিজ্ঞাপন


আরভি ব্লেজএক্স মডেলে ৪ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সাহায্যে চালিত। একবার সম্পূর্ণ চার্জে এটি ১৫০ কিমি পর্যন্ত চলতে পারে এবং সর্বোচ্চ গতি ৮৫ কিমি/ঘণ্টা পর্যন্ত উঠতে পারে বলে কোম্পানির দাবি। 

আরও পড়ুন: হিরো ইলেকট্রিক ডার্ট বাইক আনছে

চার্জিং টাইমের কথা বললে, ফাস্ট চার্জারে মাত্র ৮০ মিনিটে এটি ০-৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। তবে, সাধারণ হোম চার্জার ব্যবহার করলে পুরো চার্জ হতে ৩ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগবে।

revolt


বিজ্ঞাপন


রিভল্টের ই-বাইকের অত্যাধুনিক ফিচার ও ডিজাইন

এই ই-বাইকে এলইডি লাইটিং, ৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি এবং ওটিএ আপডেটের সুবিধা রয়েছে। এছাড়া, সিটের নিচে চার্জিং কম্পার্টমেন্ট এবং স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে, যা একে আরও ব্যবহার উপযোগী করে তুলেছে। আরভি ব্লেজএক্স’র ডিজাইন আধুনিক কমিউটার বাইকের মতোই রাখা হয়েছে। এতে গোলাকৃতি এলইডি হেডলাইট, আকর্ষণীয় ‘ফুয়েল ট্যাঙ্ক’ ডিজাইন, লম্বা সিট ও স্পোর্টি টেইল সেকশন রয়েছে। রিভল্ট এই বাইকটি স্টেরলিং সিলভার ব্ল্যাক এবং স্টিয়ারিং সিলভার ব্ল্যাক এবং একলিপস রেড ব্ল্যাক– এই দুটি রঙের অপশনে এনেছে।

বাইকের হার্ডওয়্যারেও ভালো আপগ্রেড এসেছে। এতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবজর্বার রয়েছে, যা আরামের সঙ্গে রাইডিং অভিজ্ঞতা দেবে। ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা সেফটির দিক থেকেও ভালো।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর