মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

বিএমডব্লিউর এই মোটরসাইকেলে পাবেন দুইটি ইঞ্জিন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

শেয়ার করুন:

loading/img

জার্মানির বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা বিএমডব্লিউ মটোরাড ঘোষণা করেছে যে ২০২৫ সালের শেষের দিকে টুইন সিলিন্ডারের বাইক আনছে। যার মডেল বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস। কোম্পানিটি তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই তথ্য নিশ্চিত করেছে। এর কনসেপ্ট ভার্সন প্রথমবার প্রদর্শিত হয়েছিল ভারত মবিলিটি এক্সপোতে, যেখানে এটি দর্শকদের দারুণ আকর্ষিত করেছিল। এর আগে, ইআইসিএমএ ২০২৪-এও এই কনসেপ্ট বাইকটি প্রদর্শিত হয়েছিল।

নতুন বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এর ডিজাইন বিএমডব্লিউর জিএস সিরিজের মোটরসাইকেলগুলোর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। এর ব্র্যান্ড-সিগনেচার ‘বিক’ ডিজাইন, হেডলাইট ক্লাস্টার, ফুয়েল ট্যাঙ্ক এবং টেইল সেকশন থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি জিএস পরিবারেরই অংশ। কনসেপ্ট ভার্সনে বাইকটি বেশ মজবুত এবং অ্যাডভেঞ্চার-বাইক স্টাইলিং নিয়ে এসেছে, যা বাইকপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় হতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০এক্স নতুন ক্রস-স্পোক হুইলে বাজারে আসছে

সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম

বিএমডব্লিউ এফ ৪৫০ জিএসে উন্নত সাসপেনশন সেটআপ ব্যবহার করা হয়েছে। এতে সম্পূর্ণরূপে অ্যাডজাস্টেবল ইউএসডি ফর্ক এবং একটি লোড-ডিপেন্ডেন্ট ড্যাম্পিং মনোশক দেওয়া হয়েছে, যা যাত্রার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

bike


বিজ্ঞাপন


বাইকটির ওজন মাত্র ১৭৫ কেজি এবং এটি দুটি ভিন্ন ধরনের চাকা বিকল্পে পাওয়া যাবে ১৯ ইঞ্চির ফ্রন্ট ও ১৭ ইঞ্চির রিয়ার অ্যালয় হুইল সেটআপ এবং টিউবলেস ওয়্যার-স্পোক হুইল বিকল্প। এছাড়া, ফ্রন্ট ও রিয়ারে ডিস্ক ব্রেকের সঙ্গে উন্নত ব্রেকিং সিস্টেম থাকছে, যা বাইকের নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলবে।

বিএমডব্লিউ এই বাইকের জন্য একটি সম্পূর্ণ নতুন ৪৫০ সিসি, প্যারালেল-টুইন ইঞ্জিন তৈরি করেছে, যা ৪৮ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিকে বিশেষভাবে মিড-রেঞ্জ পারফরম্যান্সের জন্য টিউন করা হয়েছে, যা দীর্ঘ রাস্তা এবং অফ-রোড রাইডিংয়ের জন্য আদর্শ হবে।

বিএমডব্লিউ এফ ৪৫০ জিএসের ফিচারের দিক থেকেও যথেষ্ট উন্নত। এতে লিন-সেনসিটিভ ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস এবং রঙিন টিএফটি ডিসপ্লে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে, বাইকাররা উন্নত নিরাপত্তা ও আধুনিক ডিজিটাল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর