বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস এই প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনছে। যার মডেল টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০। অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য এটি একটি দারুণ খবর।
গত বছর, এই বাইকের এক্সক্লুসিভ তথ্য এবং প্রোটোটাইপ ছবি প্রকাশ করা হয়েছিল। চলতি বছর ভারত মোবিলিটি এক্সপো-তে এই বাইকের প্রোডাকশন রেডি সংস্করণের ছবি সামনে আসে। তবে, টিভিএস এই বাইকটিকে শুধুমাত্র কয়েক ঘণ্টার জন্য প্রদর্শন করেছিলয যদিও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়।
বিজ্ঞাপন
বাইকটি আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় বাজারে আসবে। প্রথম পর্যায়ে এর ট্যুরিং ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে, এবং পরবর্তী সময়ে সম্পূর্ণ অ্যাডভেঞ্চার বাইক সংস্করণ বাজারে আনা হবে। এই অ্যাডভেঞ্চার বাইকটি ২৯৯ সিসি লিকুইড-কুলড আরটিএক্স ডি৪ ইঞ্জিন দ্বারা চালিত। যা ৯০০০ আরপিএম গতিতে ৩৫ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে সিক্স-স্পিড গিয়ারবক্স সংযুক্ত থাকবে। এছাড়াও, রাইড-বাই-ওয়্যার থ্রটল, মাল্টিপল রাইডিং মোডস এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যুক্ত হতে পারে। নিরাপত্তার জন্য সুইচেবল ডুয়েল-চ্যানেল এবিএস এবং এলইডি লাইটিং-ও দেওয়া হতে পারে।
ডিজাইনের ক্ষেত্রে টিভিএস বেশ ভালো কাজ করেছে বলে মনে করা হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাইকটিতে সেমি-ফেয়ারিং, উঁচু উইন্ডস্ক্রিন, মাংসল ফুয়েল ট্যাংক, এবং স্প্লিট-সিটসহ স্লিম টেল সেকশন রয়েছে। এছাড়াও, অ্যাডভেঞ্চার-স্টাইলের ফ্রন্ট বিক (চোঙা নকশা) বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
টিভিএস অ্যাপাচি আরটেএক্স-এর এক্স-শোরুম দাম ২.৬ লাখ থেকে ২.৯ লাখ রুপির মধ্যে হতে পারে। বাইক বাজারে আসলে সরাসরি কেটিআমে ২৫০ অ্যাডভেঞ্চার বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কেটিএম নতুন সুপারমটো বাইক আনছে
প্রসঙ্গত, বাইকটি অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা দিতে চলেছে। উন্নত প্রযুক্তি, আধুনিক ডিজাইন, এবং শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে এই বাইকটি ভারতীয় অ্যাডভেঞ্চার সেগমেন্টে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পারে।
এজেড