শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেল চুরি রোধে করণীয়

পেট্রোল পাম্পগুলো যেভাবে তেল চুরি করে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

petrol pump

যারা মোটরযান চালান তারা তাদের বাহনের জন্য প্রায় রোজই পেট্রোল পাম্পে যান জ্বালানি ভরতে। পেট্রোল পাম্পে গাড়িতে বা বাইকে তেল ভরাতে গিয়ে সহজেই ঠকে যেতে পারেন যে কেউ। নানারকমভাবে প্রতারণার শিকার হতে পারেন আপনি। আপনার টাকা হতে পারে নষ্ট।

সাধারণ পেট্রল পাম্পে গিয়ে আম আদমি ঠকে যায় অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার অভাবে। কীভাবে আপনাকে ঠকানো হতে পারে, আর আপনি কীভাবে তা থেকে বাঁচতে পারেন সেই উপায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পেট্রোল আসল নাকি নকল বুঝবেন যেভাবে

পাম্পে গিয়ে গাড়িতে বা বাইকে তেল ভরানোর সময় সবসময় মিটারটি চেক করে নেবেন। অনেক সময় শূন্য দেখালেও তরপরই মুহূর্তেই কয়েক লিটার পার করে যায়। যা জালিয়াতির ফলেই হয়। ফলে তেল ভরানোর ভালো করে মিটারটি দেখে নেবেন।

pump

পেট্রোল বা ডিজেল ভরানোর সময়, ছোট পরিমাণে তেল ভরানোর চেষ্টা করুন। অর্থাৎ, ১০০ বা ২০০ টাকার পরিবর্তে ২, ৩ বা ৫ লিটার তেল ভরানোর অভ্যাস গড়ে তুলুন। এতে ঠকার আশঙ্কা কম। 


বিজ্ঞাপন


পাম্পে গিয়ে ১০০ বা ২০০ টাকার রাউন্ড ফিগারে কখনও তেল না ভরানোই ভালো। অনেক পাম্পে মেশিনে আগে থেকেই তেলের পরিমাণ সেট করা থাকে, যার ফলে আপনি ঠকতে পারেন। তাই ১১০ বা ২২০ এমন টাকার তেল ভরান। তাতে মাপ সঠিক পেতে পারেন।

আপনার এলাকার পেট্রোল পাম্পে যাওয়া সবচেয়ে ভালো। আপনি যেখানকার পরিচিত এবং নির্ভরযোগ্য পাম্পে তেল ভরাবেন, সেখানকার সুনাম আপনাকে নিশ্চিত করবে যে, সেখানে প্রতারণা করার কোনো সুযোগ নেই। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর