মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিয়া ইভি৬

কিয়ার এই গাড়ি মাসে বিক্রি হয়নি একটিও

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া। এই কোম্পানি পেট্রোল ও ইলেকট্রিক গাড়ি তৈরি করে। এসব গাড়ির চাহিদাও ভালো। তবে সব মডেলের চাহিদা সমান নয়। কয়েকটি মডেল ফ্লগ বলা যায়। এর মধ্যে একটি হলো কিয়া ইভি৬। যার দাম আকাশচুম্বী। যার কারণে জানুয়ারি মাসে একটি গাড়িও বিক্রি হয়নি। পরিসংখ্যানটি ভারতের। এদিকে ফ্ল্যাগশিপ এই ইলেকট্রিক গাড়ি বিক্রি না হওয়ায় কিয়ার মাথায় হাত। 

ভারতের অটো মোবাইল পোর্টালগুলোর খবর অনুযায়ী, সম্প্রতি দেশটির বাজারে ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি কিয়া ইভি৬ বাজারে আনে কোম্পানি। কিন্তু নতুন বছরের জানুয়ারি মাসে এক ইউনিটও বিক্রি হয়নি।


বিজ্ঞাপন


kia

চার চাকার বাজারে কিয়া জনপ্রিয় ব্র্যান্ড। বিক্রিও ভালোই। ৭ হাজারের বেশি গ্রাহক কিয়ার এসইউভি সনেট কিনেছেন। মিড সাইজের এসইউভি সেলটোস ইতিমধ্যে ৬ হাজারের বেশি বুক হয়েছে। কিন্তু কিয়া ইভি৬ মডেলের এমন দশা কেন?

কিয়া ইভি ৬ মডেলটি ৫ সিটের ইলেকট্রিক ভেহিক্যাল। এতে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের অপশন রয়েছে। দেওয়া হয়েছে ১৪ স্পিকার মেরিডিয়ান সাউন্ড সিস্টেম, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড এবং পাওয়ারড ফ্রন্ট সিট, ওয়্যারলেস ফোন চার্জিং এবং সানরুফের মতো ফিচার।

এই গাড়ির দাম একটু বেশি। ভারতে কিয়া ইভি৬ মডেলের এক্স শো রুম মূল্য ৬০.৯৭ লাখ রুপি। আর টপ মডেলের দাম ৬৫.৯৭ লাখ রুপি। তবে এত রকমের ফিচারের কারণেই দাম বেশি রেখেছে কোম্পানি। নজরে রাখা হয়েছে নিরাপত্তার দিকটাও।


বিজ্ঞাপন


সেফটি ফিচার্সের কথা বললে, কিয়া ইভি৬ মডেলে রয়েছে ৮টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, এডিএএস টেকনোলজি, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং ব্লাইন্ড স্পট মনিটরিং-এর মতো চমৎকার সব ফিচার।

ev

সঙ্গে দেওয়া হয়েছে ডিজিটাল টাইগার নোজ গ্রিল, সিকোয়েনশিয়াল টার্ন ইনডিকেটর, এলইডি হেডলাইট ও টেল লাইট, এবং স্টাইলিশ অ্যালয় হুইলস। কেবিনের ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে। অত্যন্ত হালকা এবং যাত্রীদের জন্য আরামদায়ক। কেবিনের ফ্লোটিং সেন্টার কনসোল এক নজরে মন টেনে নেয়। নিচের ওপেন স্টোরেজ সেকশন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

বাজারে কিয়া ইভি৬-এর প্রতিযোগিতা মূলত বিএমডব্লিউ আই ৪ এবং হুন্দাই আয়োনিক ৫-এর মতো ইভি-এর সঙ্গেই। জানুয়ারি মাসে এই দুইটি গাড়ির বিক্রি ভালই হয়েছে। কিন্তু বিক্রির দিক থেকে পিছিয়ে পড়েছে কিয়া ইভি৬। জানুয়ারি মাসে একটা গাড়িও বিক্রি হয়নি। ফোর হুইলার বিশেষজ্ঞরা বলছেন, অপ্রত্যাশিত ঘটনা।

আরও পড়ুন: এক চার্জে ৫০০ কিমি রেঞ্জ দেবে টাটার এই ইলেকট্রিক গাড়ি

কিয়া ইভি৬-এর পাওয়ারট্রেনও তুলনাহীন। এতে দেওয়া হয়েছে ৭৭.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক।

কিয়ার দাবি, এই ইলেকট্রিক এসইউভি সিঙ্গেল চার্জে  ৫২৮ কিলোমিটার পাড়ি দিতে পারে। ৫০ কিলোওয়াট ডি সি ফাস্ট চার্জার সাপোর্ট করে, ফলে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। তবে যদি বাড়িতে চার্জ করা হয়, তাহলে ফুল চার্জ হতে ৩৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন