শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল

নতুন ক্যাফে রেসার বাইক আনছে এই কোম্পানি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

নতুন ক্যাফে রেসার বাইক আনছে এই কোম্পানি

নতুন ক্যাফে রেসার বাইক আনছে ব্রিটিশ ট্রায়াম্ফ। যার মডেল ট্রায়াম্ফ থ্রাক্সটন ৪০০। দীর্ঘদিন ধরেই এই ক্যাফে-রেসার বাইকের টেস্টিং চালাচ্ছে ট্রায়াম্ফ। আসন্ন ক্যাফে-রেসার ট্রায়াম্ফ থ্রাক্সটন ৪০০-এর মহড়া চলাকালীন ধরা পড়েছে ছবি।

নতুন মডেলটি গণ উৎপাদনের জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে। বর্তমানে বাইকটি টেস্টিংয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্পিড ৪০০-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এলেও ট্রায়াম্ফ থ্রাক্সটন ৪০০-এ রয়েছে তাৎপর্যপূর্ণ পার্থক্য। স্টাইলিং, সিটিং পজিশন, আরগনমিক্স সব দিক থেকেই এটি আলাদা।


বিজ্ঞাপন


cace

ট্রায়াম্ফ থ্রাক্সটন ৪০০-এর ডিজাইন বড় ভাই ১২০০সিসি মডেলটি থেকে অনুপ্রেরণা পেয়েছে। বিশেষ করে সামনে থাকা রেট্রো-ইন্সপায়ারড ডলফিন ফেয়ারিং। এটি মডেলটিকে দৃশ্যত আরও বড় ও প্রভাবশালী করে তুলেছে। যা স্পিড ৪০০-এর তুলনায় এর কমপ্যাক্ট লুকের সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে। পেছনের দিকেও ছোট টেল ল্যাম্প এবং ফ্ল্যাট গ্র্যাব রেল ব্যবহৃত হয়েছে। যা বাইকটিকে বাকিদের থেকে আলাদা করেছে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের কোন মডেল বেশি বিক্রি হয়?

থ্রাক্সটন ৪০০ ক্যাফে-রেসার থিম অনুযায়ী, একটি ক্লিপ-অন হ্যান্ডেলবার ও রিয়ার-সেট ফুটপেগ সরবরাহ করছে, যা রাইডারদের জন্য আরও স্পোর্টি ও আগ্রাসী রাইডিং পজিশন নিশ্চিত করে। এই সব পরিবর্তনের সঙ্গে মডেলটি স্পিড ৪০০-এর বেশ কিছু কম্পোনেন্ট শেয়ার করছে। যেমন টিউবুলার পেরিমিটার ফ্রেম এবং ৩৯৮ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। এটি থেকে ৮৫০০ আরপিএম গতিতে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে।


বিজ্ঞাপন


racer

মডেলটি ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশনে ছুটবে। সামনে ও পেছনের জন্য সিঙ্গেল ডিস্ক ব্রেকিং ব্যবস্থা রয়েছে। এছাড়া, এতে উপস্থিত সেমি-ডিজিটাল কনসোল, ফুল এলইডি লাইটিং, ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল-চ্যানেল এবিএস, যা মোটরসাইকেলের নিরাপত্তা ও পারফরম্যান্সে বিশেষ ভূমিকা রাখবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর