শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড এই মডেলের মোটরসাইকেলের উৎপাদন বন্ধ করল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

একটি মডেলের মোটরসাইকেলের উৎপাদন বন্ধ করল রয়েল এনফিল্ড। মডেলটি হচ্ছে স্ক্র্যাম ৪১১। হিমালয়ান ৪১১ এর সাশ্রয়ী সংস্করণ হিসেবে স্ক্র্যাম ৪১১ নিয়ে এসেছিল রয়েল এনফিল্ড। দুইটি মডেলের মিলও অনেক। অবশেষে স্ক্র্যাম ৪১১ মডেলের বিক্রি বন্ধ করে দিল কোম্পানি। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই মডেল তুলে নেওয়া হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এই নিয়েই এখন চলছে জোর জল্পনাকল্পনা। এর আগে স্ক্র্যাম ৪৪০ লঞ্চ করেছিল কোম্পানি। সম্প্রতি অটো এক্সপোতেও রাখা হয়েছিল এই মডেল। এর এক্স শোরুম দাম ২.০৮ লাখ রুপি।


বিজ্ঞাপন


হিমালয়ান ৪১১ মডেলের সঙ্গে স্ক্র্যাম ৪১১ বাইকের অনেক মিল ছিল। ইঞ্জিন এবং চেসিস একদম এক।  শহুরে রাস্তায় চালানোর জন্য আদর্শ বাইক ছিল। এর সঙ্গে কিছু অফ রোড ট্রেইলও যোগ করা হয়েছিল।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ে লং ট্যুরে যেতে চান? এলো অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক

এই বাইকে ৪১১ সিসি-এর ইঞ্জিন রয়েছে, যা ৬৫০০ আরপিএমে ২৪.৩ বিএইচপি শক্তি এবং ৪২৫০ আরপিএমে ৩২ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনকে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে। কিন্তু হাইওয়েতে দ্রুত গতিতে চালানোর সময় ৬ নম্বর গিয়ারের প্রয়োজন হয়। যা স্ক্র্যাম ৪১১ মডেলে ছিল না, ফলে চালককে সমস্যায় পড়তে হতো।

re2


বিজ্ঞাপন


তবে ডিজিটাল রিডআউট সহ এনালগ ইন্সট্রুমেন্ট কনসোল এবং ট্রিপার নেভিগেশন স্ক্রীন এর মতো আধুনিক প্রযুক্তি ছিল স্ক্র্যাম ৪১১ মডেলে। দীর্ঘ রাইডে রাস্তা চিনতে অসুবিধা হত না, ট্রিপার নেভিগেশন স্ক্রিন বন্ধুর মতো চালকের পাশে থাকত। এতে ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স চড়াই উৎরাই রাস্তার জন্যও উপযুক্ত ছিল।

এদিকে নতুন রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলে রয়েছে বড় ইঞ্জিন, বেশি শক্তি এবং ৬ স্পিড গিয়ারবক্স। ফলে ৪১১ মডেলকে ভালোই টক্কর দিতে পারবে বলে দাবি টু হুইলার বিশেষজ্ঞদের। এতে টিউব-টাইপ টায়ার সহ ওয়্যার স্পোক রিম এবং টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইলের বিকল্পও পাচ্ছেন চালকরা।

বাজার থেকে একটি মডেলের বাইক তুলে নেওয়ার এই সিদ্ধান্ত ক্লাসিক বাইকপ্রেমী গ্রাহকদের জন্য বড় ধাক্কা সন্দেহ নেই। অনেকেই হতাশ। তবে তারা স্ক্র্যাম ৪১১-এর জায়গায় স্ক্র্যাম ৪৪০ পাচ্ছেন। এই নতুন অপশনও মন্দ নয়। তবে স্ক্র্যাম ৪১১-এর প্রতিটা ফিচার স্মরণীয় হয়ে থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন