অস্ট্রিয়ার বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা কেটিএম নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল। যার মডেল ২০২৫ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এস। এটি অ্যাডভেঞ্চার সেগমেন্টের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে, বিশেষত তাদের জন্য যারা একটি হাই-স্পেক, মিড-রেঞ্জ অ্যাডভেঞ্চার বাইক খুঁজছেন।
২০২৫ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এস বাইকটিতে স্টিল ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে যা এই বাইককে আরও টেকসই করে তুলেছে। এতে রিবাউন্ড ও প্রিলোড অ্যাডজাস্টমেন্ট সমর্থনকারী ৪৩ এমএম ডব্লিউপি অ্যাপেক্স ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ডব্লিউপি মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর ফলে বাইকটি অফ-রোড ও অন-রোড দুই ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স দেবে।
বিজ্ঞাপন
এই বাইকের এস ভেরিয়েন্ট ২১ ইঞ্চির ফ্রন্ট ও ১৭ ইঞ্চির রিয়ার স্পোক হুইলসে চলবে। কেটিএম আগেই ঘোষণা করেছিল যে এই মডেলে টিউবলেস স্পোক হুইলস ব্যবহার করা হবে, যা অ্যাপোলো ট্রাম্পলার টায়ারের সাথে আসবে।
নতুন এই বাইকে অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে। এতে ফুল এলইডি লাইটিং, এইচ ৫০ কালার টিএফটি ডিসপ্লে, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইড মোড থাকছে। তবে এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ হল ক্রুজ কন্ট্রোল।
আরও পড়ুন: ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ১ লাখ
বিজ্ঞাপন
ব্রেকিং পারফরম্যান্স আরও উন্নত করতে দুই চাকায় ডিস্ক ব্রেক ও সুইচেবল ডুয়েল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এছাড়া, সুপারমটো মোড থাকায় রাইডাররা আরও ‘রাফ অ্যান্ড টাফ’ বাইক চালাতে পারবেন।
ইঞ্জিন ও পারফরম্যান্স
কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এস মডেলে ৩৯৯ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৪৫.৩ বিএইচপি শক্তি ও ৩৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিন বাইককে অফ-রোডিং এবং দীর্ঘ দূরত্বের ট্রিপের জন্য আদর্শ করে তুলেছে।
এজেড