শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

হোন্ডা আনল নতুন স্কুটার, দাম ৮০ হাজার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

হোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা এলো নতুন ফিচারে। নতুন প্রজন্মের এই স্কুটার সম্প্রতি ভারতের বাজারে এসেছে। যার দাম ৮০ হাজার রুপি। নতুন ভার্সনের দাম কিছুটা বেশি। 

আপডেট হিসেবে স্কুটারটি ওবিডি২বি নির্গমন বিধির ইঞ্জিন পেয়েছে, যা আরও কম দূষণকারী এবং পরিবেশবান্ধব।। উল্লেখযোগ্য বিষয়, হোন্ডা তাদের নয়া প্রজন্মের অ্যাক্টিভার নামের সঙ্গে ‘৭জি’ কথাটা উল্লেখ করেনি। আগের ভার্সনগুলোর নামের সঙ্গে ৫জি, ৬জি যোগ করা হত।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০২৪ সালের শেষ থেকে হোন্ডা একের পর এক মডেলে আপগ্রেড নিয়ে আসছে। এবারে সবচেয়ে বেশি বিক্রিত স্কুটার হোন্ডা অ্যাক্টিভাতে বড় আপগ্রেড দেওয়া হল। 

নতুন ২০২৫ এডিশনের অ্যাক্টিভা স্কুটারে ১০৯.৫১ সিসি ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা আরও উন্নত অন-বোর্ড ডায়াগনস্টিক (ওবিডি) সিস্টেমসহ এসেছে। এটি রিয়েল-টাইম এমিশন ডেটা প্রদান করতে সক্ষম, যা স্কুটারটিকে আরও পরিবেশবান্ধব করে তুলেছে। 

honda2

হোন্ডার দাবি অনুযায়ী, নতুন ইঞ্জিন আগের চেয়ে বেশি জ্বালানি সাশ্রয় করতে সক্ষম। কারণ এতে আইডলিং স্টপ সিস্টেম যুক্ত করা হয়েছে। এই ইঞ্জিন ৮০০০ আরপিএম গতিতে ৭.৮৮ বিএইচপি পাওয়ার এবং ৫৫০০ আরপিএম গতিতে ৯.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। যা আগের মডেলের তুলনায় ভালো পারফরম্যান্স দেবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কিওয়ে ৩০০ সিসির মোটরসাইকেল আনল

হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের ফিচার্স

নতুন হোন্ডা অ্যাক্টিভাতে একটি ৪.২ ইঞ্চির টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। যা আগের মডেলের মতোই আধুনিক। এই ডিসপ্লে হোন্ডা রোড সিঙ্ক  অ্যাপের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করা যাবে। যা স্কুটার চালানোর সময় টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল এবং টেক্সট নোটিফিকেশন, মিউজিক স্ট্রিমিং, লাইভ ওয়েদার আপডেট এবং ভয়েস কমান্ড সাপোর্ট করবে।

এছাড়া, ব্যবহারকারীদের সুবিধার জন্য ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যা স্মার্টফোন দ্রুত চার্জ করতে সাহায্য করবে। ডিএলএক্স ভ্যারিয়েন্টেও আপগ্রেড করা হয়েছে, যেখানে অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন