শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো আগ্রাসী ডিজাইনে স্পোর্টস বাইক আনল, পাবেন শক্তিশালী ইঞ্জিন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

hero bike

হিরো মোটোকর্প নতুন স্পোর্টস মোটরসাইকেল আনল। যার মডেল হিরো এক্সট্রিম ২৫০আর। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে উন্মোচিত হয়েছে মডেলটি। বাইকটির এক্স-শোরুম মূল্য ১.৮০ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে। 

২০২৪ সালে আইইসিএমএ মোটর শো-তে প্রথমবারের মতো এই বাইকটি প্রদর্শিত হয়েছিল। অবশেষে এটি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। নতুন ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক বৈশিষ্ট্য সহ এটি বাজারে প্রবেশ করেছে।


বিজ্ঞাপন


hero

আরও পড়ুন: হিরো অ্যাডভেঞ্চার বাইক আনল, পাবেন ৬ গিয়ার

হিরো এক্সট্রিম ২৫০আর-এর নকশা অত্যন্ত আক্রমণাত্মক ও আধুনিক। এতে লো-স্লাঙ্গ হেডলাইট, শার্প এক্সটেনশন সহ ভাস্কর্যসমৃদ্ধ জ্বালানি ট্যাঙ্ক এবং উঁচু টেইল সেকশন রয়েছে। যা একে আরও গতিশীল ও আকর্ষণীয় চেহারা প্রদান করে। কালো ও লাল রঙে বাইকটি প্রদর্শিত হয়েছে, তবে বাজারে আরও রঙের বিকল্প পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

শক্তিশালী ইঞ্জিন ও কর্মক্ষমতা


বিজ্ঞাপন


এক্সট্রিম ২৫০আর-এ ২৫০ সিসি, তরল শীতলীকৃত, ডিওএইচসি, চার-ভালভ ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যা একটি ছয়-গতির সংক্রমণ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত। এই ইঞ্জিনটি ৩০ বিএইচপি শক্তি ও ২৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটি শূন্য থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে মাত্র ৩.২৫ সেকেন্ডে, যা পারফরম্যান্সের দিক থেকে চমকপ্রদ। একই ইঞ্জিনটি হিরো করিজমা ২৫০ মডেলেও ব্যবহৃত হবে।

hero23

উন্নত সাসপেনশন ও ব্রেকিং ব্যবস্থা

বাইকটির সামনে ৪৩ মিমি উল্টো-নামানো কাঁটা (আপসাইড-ডাউন ফর্ক) এবং পেছনে প্রীলোড-নিয়ন্ত্রিত একক ধাক্কা নিরোধক (মোনোশক) দেওয়া হয়েছে, যা উন্নত সাসপেনশন পারফরম্যান্স নিশ্চিত করে। এটি ১৭ ইঞ্চির অ্যালয় চাকা-তে চলে, যা গতির সাথে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। নিরাপত্তার জন্য বাইকটিতে অ্যান্টি-লক নিরোধক ব্যবস্থা (এবিএস) রয়েছে, যা যাত্রার সময় ব্রেকিংকে আরও কার্যকরী করে তোলে।

আরও পড়ুন: সুজুকি ফেক্স ফুয়েল চালিত ২৫০ সিসির এসএফ মোটরসাইকেল আনল

হিরো এক্সট্রিম ২৫০আর-এ আধুনিক প্রযুক্তির ইঞ্জিন, শক্তিশালী গতিশক্তি, উন্নত সাসপেনশন এবং স্টাইলিশ ডিজাইন যুক্ত থাকায় এটি স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য একটি দারুণ বিকল্প হতে চলেছে। আকর্ষণীয় মূল্য নির্ধারণের ফলে এটি প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থানে থাকবে। বাজাজ ও সুজুকির মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানিয়ে, হিরোর নতুন এই মডেলটি জনপ্রিয়তা অর্জন করতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর