ভারতের খ্যাতনামা মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস নতুন ইলেকট্রিক স্কুটার আনল। যার মডেল টিভিএস আইকিউব এসটি ২০২৫। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এ টিভিএস তাদের নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচিত করেছে। এই স্কুটার বর্তমান আইকিউব মডেলের ওপর ভিত্তি করে ডিজাইন ও নির্মাণ করা হয়েছে। তবে নয়া ভার্সনের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
টিভিএস জানিয়েছে আইকিউব এসটি ২০২৫ কনসেপ্ট স্কুটারটির ডিজাইন নর্দার্ন লাইটস (অরোরা বোরেলিস) থেকে অনুপ্রাণিত। এই কারণে, স্কুটারটিতে হালকা রঙের ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা একে আগের মডেলের তুলনায় আরও প্রিমিয়াম ও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও, এই মডেলে একটি কাস্টমাইজেবল ডিসপ্লে স্ক্রিন রয়েছে, যদিও এক্সপোতে প্রদর্শনীর সময় এটি দেখানো হয়নি।
বিজ্ঞাপন

বর্তমানে টিভিএস আইকিউব বিভিন্ন ব্যাটারি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ এবং এই ইলেকট্রিক স্কুটারটি বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, এখন কোম্পানি শুধুমাত্র প্রযুক্তিগত আপগ্রেডের পরিবর্তে অ্যাস্থেটিক উন্নতিতে মনোযোগ দিতে চায়। এর আগে টিবিএস এনটর্ক স্কুটারে ডিজাইন আপগ্রেডের মাধ্যমে ভালো সাড়া পেয়েছে, এবং সেই একই কৌশল এবার আইকিউবের জন্যও ব্যবহার করতে পারে।
আরও পড়ুন: হিরো অ্যাডভেঞ্চার বাইক আনল, পাবেন ৬ গিয়ার
এই কনসেপ্ট স্কুটারটি প্রোডাকশন রেডি বলে মনে হচ্ছে, তাই এটি শিগগিরই বাজারে আসতে পারে। সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই টিভিএস এটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। যেহেতু ডিজাইন ও প্রিমিয়াম ফিচারের ওপর জোর দেওয়া হয়েছে, তাই টিভিএস আইকিউব এসটি ২০২৫ মডেলের দাম কিছুটা বাড়তে পারে।
বিজ্ঞাপন
এজেড

