বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড ৬৫০ সিসির রেট্রো বাইক আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ৬৫০ সিসির নতুন রেট্রো মোটরসাইকেল আনছে। যার মডেল রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০। এই মোটরবাইককে ঘিরে চলছে  জল্পনা-কল্পনা। আশা করা হয়েছিল বাইকটি ২০২৫-এর জানুয়ারিতে ভারতের বাজারে পা রাখবে। কিন্তু এখনো কিছুটা অপেক্ষা করতে হবে রয়েল এনফিল্ড ভক্তদের। 

বিভিন্ন ডিলার সূত্রে জানা গিয়েছে, ক্ল্যাসিক ৬৫০-এর লঞ্চ পেছানো হয়েছে। ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে দেশের বাজারে হাজির হবে এই ৬৫০ সিসি বাইকটি। তখনই এর দামও ঘোষণা করা হবে। এদিকে ইতিমধ্যেই কিছু ডিলার মডেলটির আনঅফিসিয়াল বুকিং গ্রহণ শুরু করে দিয়েছে। তাই জানুয়ারিতে না এলেও লঞ্চ যে খুব একটা বেশি দেরি নেই, তা একপ্রকার স্পষ্ট।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রয়েল এনফিল্ড ৭৫০ সিসির হিমালয়ান মোটরসাইকেল আনছে

গত নভেম্বরে মিলানে অনুষ্ঠিত ইআইমিএমএ শো-তে ক্ল্যাসিক ৬৫০ প্রদর্শন করে রয়েল এনফিল্ড কোম্পানি।  এই ইভেন্টের কয়েক সপ্তাহ পর এটি ভারতের গোয়াতে মোটোভার্স  ইভেন্টে লঞ্চ হওয়ার কথা ছিল। তবে রয়েল এনফিল্ড সম্ভবত সেই ইভেন্টে নতুন গোয়ান ক্ল্যাসিক ৩৫০ প্রচারণার জন্য ক্ল্যাসিক ৬৫০ মডেলের উন্মোচন পিছিয়ে দিয়েছে। 

re

বাইকটির ইঞ্জিন ৬৪৮ সিসি, প্যারালেল-টুইন যা রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি বাইকেও ব্যবহৃত হয়। এটি ৪৬.৩ বিএইচপি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৬-গতির গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ সহ আসে।


বিজ্ঞাপন


ক্ল্যাসিক ৬৫০ ফ্যাক্টরি থেকে সিঙ্গল সিট কনফিগারেশনে আসবে বলে জানা গিয়েছে। তবে পেছনের যাত্রীর সিটের প্রয়োজন হলে, শটগানের মতো বোল্ট-অন সাব-ফ্রেম ইনস্টল করে এটি সহজেই যোগ করা যেতে পারে। নতুন এই বাইক রয়্যাল এনফিল্ডের অনুরাগীদের কাছে আকর্ষণীয় পছন্দ হয়ে উঠবে বলে আশাবাদী সংস্থা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub