নতুন অফরোড বাইক আনছে হিরো। ভিডা ব্র্যান্ডের অধীন এই বাইক বাজারে আসবে। ইআইসিএমএ ২০২৪-এ নতুন গাড়ি প্রদর্শনের পর হিরো মোটোকর্পের নতুন বাইক আনার ঘোষণা এলো।
হিরো তাদের ইলেকট্রিক ব্র্যান্ড ভিডার অধীনে ইআইসিএমএ ২০২৪-এ বেশ কিছু নতুন মোটরসাইকেল উন্মোচন করেছে। এই প্রদর্শনীতে কিছু গাড়ি ছিল কনসেপ্ট, আর কিছু ছিল উৎপাদনের জন্য প্রস্তুত মডেল। তবে সংস্থাটি আরও ইলেকট্রিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে ভিডা ব্র্যান্ডের অধীনে একটি নতুন ইলেকট্রিক অফ-রোড বাইকের ডিজাইন পেটেন্ট করা হয়েছে, যা বিশেষ করে শিশুদের জন্য তৈরি।
বিজ্ঞাপন

হিরো শিশুদের জন্য বাইক তৈরি করছে
পেটেন্ট ছবির ভিত্তিতে বোঝা যাচ্ছে যে এটি একটি ছোটদের জন্য বিশেষভাবে তৈরি ইলেকট্রিক অফ-রোড বাইক। এটি মূলত শেখার জন্য ডিজাইন করা হয়েছে এবং প্রতিযোগিতামূলক রাইডিংয়ের জন্য নয়। বাইকটি বড় স্পোক যুক্ত চাকা, একটি সিঙ্গেল সিট এবং কেন্দ্রে স্থাপন করা ইলেকট্রিক মোটরসহ দেখা গেছে। ফুটপেগ কেন্দ্রে স্থাপন করা হয়েছে এবং বাইকের টায়ার অফ-রোড ব্যবহারের উপযোগী।
বিজ্ঞাপন
পেটেন্ট ছবিতে পেছনের চাকার জন্য কোনো ডিস্ক ব্রেক দেখা গেলেও সামনে কোনো ব্রেকিং সিস্টেমের উপস্থিতি নেই। তবে উৎপাদনে যাওয়ার আগে এই ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইআইসিএমএ ২০২৪-এ ভিডা ব্র্যান্ডের অধীনে হিরো মোটোকর্প ভিডা কনসেপ্ট অ্যারো বাইক উন্মোচন করেছে। এই ইলেকট্রিক বাইকটি অনেক ইউনিক ফিচার এবং স্পেসিফিকেশন নিয়ে এসেছে। তবে নতুন পেটেন্ট ছবির ডিজাইন কনসেপ্ট অ্যারো থেকে একেবারেই আলাদা। এটি থেকে বোঝা যাচ্ছে যে হিরো মোটোকর্প একটি সাধারণ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে একাধিক ইলেকট্রিক বাইক তৈরি করছে।
যদিও এই বাইকটি উৎপাদনের জন্য কতটা প্রস্তুত তা এখনও পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে এটি কয়েক বছরের মধ্যে বাজারে আসবে। শিশুদের জন্য ডিজাইন করা এই বিশেষ বাইকটি ইলেকট্রিক ভেহিকেলের জগতে হিরো মোটোকর্পের নতুন উদ্ভাবনী প্রচেষ্টার প্রতিফলন।
এজেড

