মোটরসাইকেলে দুই ধরনের স্টার্টার সিস্টেম থাকে। প্রথমটি কিক স্টার্টার। যা যুগ যুগ ধরে চলে আসছে। অন্যটি সেলফ স্টার্টার। যা এখনকার প্রায় সব বাইকেই দেখা যায়। এটাই আধুনিক বাইক স্টার্টার।
রয়েল এনফিল্ড তাদের নতুন মডেলে কিক স্টার্টের অপশনটাই তুলে দিয়েছে। রয়েছে শুধুই সেলফ স্টার্ট। টু হুইলার বিশেষজ্ঞরা মনে করছেন, ধীরে ধীরে প্রায় সব হাই এন্ড বাইকেই এই ট্রেন্ড দেখা যাবে।
বিজ্ঞাপন
তবে এই ট্রেন্ড এখনও জাঁকিয়ে বসেনি। অধিকাংশ মডেলের বাইকেই কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুটো অপশনই থাকে। যদিও অনেকে মনে করেন, কিক স্টার্টই ভালো। এতে ইঞ্জিন ভালো থাকে, দীর্ঘদিন চলে। কিন্তু সত্যিই কি তাই? না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে?

কিক স্টার্ট এবং সেলফ স্টার্টের মধ্যে কোনটা ভালো জানার আগে, এই দুটার পার্থক্য বোঝা জরুরি। কিক স্টার্টে চালককে বাইক ম্যানুয়ালি স্পার্ক করাতে হয়। এতে একবার, দুইবার কিংবা তার বেশি কিক মারার প্রয়োজন পড়তে পারে। চালক যেই কিক মারেন, বাইকের ক্র্যাঙ্কশাফট ঘুরতে শুরু করে। পিস্টন এবং পিস্টন হেডের মধ্যে সংঘর্ষ হয়। ফলে ফ্রিকশন তৈরি হয়। এরপর ইঞ্জিনে পেট্রোল এবং বাতাস একসঙ্গে গিয়ে স্পার্ক তৈরি করে। ফলে বাইক স্টার্ট নেয়।
আরও পড়ুন: সকালে বাইক স্টার্ট করার সময় ৯৯% মানুষ এই ভুলটাই করে
বিজ্ঞাপন
অন্য দিকে, সেলফ স্টার্টে এই সব কিছুই ঘটে, তবে এতে কিক মারার প্রয়োজন হয় না। শুধু একটা বাটন প্রেস করতে হয়। এই বাটন স্টার্টার মোটরে ইলেকট্রিক কারেন্ট পাঠায়। যার ফলে ক্র্যাঙ্কশাফট ঘুরতে শুরু করে। কিক স্টার্টে যা যা হয়, এতেও সেগুলো হয়। এবং শেষ পর্যন্ত বাইক চালু হয়।

বাইকে কিক নাকি সেলফ স্টার্টার ভালো?
এবার মূল প্রশ্নে আসা যাক। কোনটা লাভজনক? টু-হুইলার বিশেষজ্ঞরা বলছেন, কিক স্টার্ট দিয়ে বাইক চালু করার দুইটি সুবিধা রয়েছে। প্রথমত, সারারাত বন্ধ থাকার কারণে বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে শীতকালে। ইঞ্জিনের ফায়ারিং মেকানিজমও বসে যায়। এই পরিস্থিতিতে কিক স্টার্ট দিয়ে বাইক চালু করলে, মোটরে চাপ, ঘর্ষণ, বাতাস, ফুয়েল সঠিকভাবে পৌঁছাতে পারে।
দ্বিতীয় কারণ হল, বাইক দীর্ঘক্ষণ বন্ধ থাকলে স্পার্ক হতে দেরি হয়। স্পার্ক থেকেই ইঞ্জিন চালু হয়। চালক যখন কিক মারেন তখন স্পার্ক পূর্ণ শক্তিতে ফিরে আসে। ব্যাটারির আয়নও সক্রিয় হয়ে যায়। তবে নতুন বাইকে উন্নত মডেলের এবং অত্যাধুনিক ডিজাইনের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এগুলোতে সেলফ স্টার্ট দিলেও কোনও সমস্যা হয় না।
এজেড

