কেটিএম ডিউক মোটরসাইকেলের দাম কমল। কেটিএম ইন্ডিয়া তাদের জনপ্রিয় মোটরসাইকেল কেটিএম ২৫০ ডিউক মডেলের ওপর ২০ হাজার রুপি ছাড় ঘোষণা করেছে। জানুয়ারি মাসে এই অফার পাওয়া যাবে। এই অফারের ফলে বাইকটির এক্স-শোরুম দাম কমে দাঁড়িয়েছে মাত্র ২.২৫ লাখ রুপি।
বিজ্ঞাপন
কেটিএম ২৫০ ডিউকের পারফরম্যান্স ও ডিজাইন
কেটিএম ২৫০ ডিউক একটি ২৫০ সিসি সেগমেন্টের মোটরসাইকেল হিসাবে পারফরম্যান্স এবং ডিজাইনের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য। এর শক্তিশালী ২৪৮ সিসি সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন ২৯.৫ বিএইচপি শক্তি এবং ২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি একটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত, যা দ্রুত এবং স্মুথ গিয়ার পরিবর্তনের অভিজ্ঞতা দেয়।
২৫০ ডিউক মডেলে সম্প্রতি একটি আপডেট যুক্ত হয়েছে, যার ফলে এতে এখন একটি টিএফটি স্ক্রিন পাওয়া যায়। টিএফটি স্ক্রিনটি গুরুত্বপূর্ণ রাইডিং ডেটা প্রদর্শনের পাশাপাশি বাইকের আধুনিকতাও বাড়িয়ে তুলেছে। বাইকটির ডিজাইন ৩৯০ ডিউকের মতোই আকর্ষণীয় এবং আধুনিক।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সুজুকি ২৫০ সিসির অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল আনল
এই মোটরসাইকেলটি তার দুর্দান্ত পারফরম্যান্স এবং চটপটে হ্যান্ডলিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। যারা অ্যাডভেঞ্চার এবং রাইডিং উপভোগ করেন তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ।
এজেড