তরুণদের কাছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ভীষণ জনপ্রিয়। ভারতের পাশাপাশি বাংলাদেশেও চলে এই বাইক। রয়েল এনফিল্ডের মোটরসাইকেল মানেই সম্ভ্রমের সঙ্গে পথ চলার পরিপূর্ণ আনন্দের উপভোগ। তাও যদি হয় বুলেট, তবে তো কথাই নেই! কিন্তু বছরের শুরুতেই বুলেট ৩৫০ এর একটি সংস্করণের বিক্রি ও উৎপাদন বন্ধ হল।
রয়েল এনফিল্ড জানিয়েছে, বাইকটির মিলিটারি সিলভার কালার ভ্যারিয়েন্ট বন্ধ হচ্ছে। কোম্পানি জানুয়ারি ২০২৪-এ বুলেট ৩৫০-এর জন্য মিলিটারি সিলভার ব্ল্যাক এবং মিলিটারি সিলভার রেড দুটি নতুন কালার ভ্যারিয়েন্ট বাজারে এনেছিল। এই কালার ভ্যারিয়েন্টগুলোর দাম ছিল ভারতে ১ লাখ ৭৯ হাজার রুপি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লাল কালো নাকি নীল কালারের বাইক ভালো?
এই কালারের বিশেষত্ব ছিল এর ফুয়েল ট্যাঙ্কের ওপর হাতে আঁকা সিলভার স্ট্রাইপ, যা বুলেট ৩৫০-এর অন্যান্য কালার থেকে এটিকে আলাদা করেছিল। রয়েল এনফিল্ড দীর্ঘদিন ধরে শিল্পীদের দিয়ে বুলেটের ফুয়েল ট্যাঙ্কে হাতে পিনস্ট্রাইপ আঁকিয়ে আসছে। এই ধরনের পেইন্ট স্ট্রাইপ বাইকের ভিজ্যুয়াল আকর্ষণকে অনেকটা বাড়িয়ে তোলে এবং ব্র্যান্ডের ঐতিহ্য বহন করে।

সংস্থা সম্ভবত মিলিটারি সিলভার কালার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন ব্যাটালিয়ন ব্ল্যাক কালারের জন্য জায়গা করতে। যা বুলেটের ঐতিহ্যবাহী ভক্তদের আকর্ষণ করতে পারে।
বিজ্ঞাপন
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলের মোটরসাইকেলের ইঞ্জিন ও স্পেসিফিকেশন
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলে একটি ৩৪৯ সিসির সিঙ্গল-সিলিন্ডার জে-সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত, যা ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপাদন করতে পারে। বাইকটিতে পাঁচ-গতির গিয়ারবক্স দেওয়া হয়েছে। বাইকের ক্লাসিক বডির নিচে একটি ক্র্যাডল ফ্রেম রয়েছে, যা টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল শক অ্যাবজর্ভার দ্বারা সাসপেনশনের মাধ্যমে সাপোর্ট পায়।
এজেড

