ভারতের হিরো মটো কর্পোরেশন সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইক আনছে। বাইকটি তৈরি করতে ইতিমধ্যে প্যাটেন্ট দায়ের করেছে কোম্পানি। মোটরসাইকেলটির নাম হিরো এক্সপালস ৪২১। এটি হিরোর সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইক হতে চলেছে।
এবছর ইআইসিএমএ ইভেন্টে বাইকটির প্রথম প্রোটোটাইপ উপস্থাপন করা হয়েছিল। এই বাইক সম্পূর্ণ নতুন ডিজাইনের সঙ্গে আসবে। যা এক্সপালস ২০০ ভি৪ বা আসন্ন এক্সপালস ২১০ মডেল থেকে আলাদা।
বিজ্ঞাপন
এক্সপালস ৪২১ মডেলে একটি ৪২১ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে। যা ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ইঞ্জিনটি ৪৫ বিএইচপি এবং ৪৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: হোন্ডা এসপি ১৬০ না টিভিএস আরটিআর ১৬০ মোটরসাইকেল কিনবেন?
হিরো এক্সপালস ৪২১-এর সামনে থাকবে ফ্ল্যাট হেডলাইট এবং তার উপর একটি উঁচু ভাইজর। বাইকটিতে রয়েছে অ্যাঙ্গুলার ক্ল্যাডিং এবং বড় রেডিয়েটর শ্রাউড। অ্যাডভেঞ্চার বৈশিষ্ট্য বাইকটি একটি উঁচু বডি ডিজাইনের হবে। পেটেন্ট ডিজাইনে দেখা গেছে হ্যান্ডেলবার গার্ড, টপ-বক্স ব়্যাক এবং আন্ডারবেলি প্যান। এগজস্টটি আপসোয়েপ্ট ডিজাইনের হলেও, এটি স্কেচে দেখা যায়নি।
বিজ্ঞাপন
হার্ডওয়্যার
এক্সপালস ৪২১-এর জন্য হিরো সম্পূর্ণ নতুন ট্রেলিস ফ্রেম ডিজাইন করেছে। বাইকটিতে দীর্ঘ ট্র্যাভেল ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশন থাকবে। ব্রেকিংয়ের জন্য সামনে পেটাল ডিস্ক এবং পেছনে সাধারণ ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাইকটি ব্লক প্যাটার্ন টায়ার সহ স্পোক হুইলে চলবে, যেখানে সামনে ২১ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চি চাকা থাকবে।
প্রযুক্তি ও ফিচার
এক্সপালস ৪২১-এ সম্পূর্ণ এলইডি লাইটিং থাকবে। এছাড়াও, স্মার্টফোন কানেক্টিভিটিসহ একটি টিএফটি ডিসপ্লে, রাইড মোড, এবং এবিএস সেটিংস দেওয়া হবে। এটি একটি প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইক।
প্রসঙ্গত, হিরো এক্সপালস ৪২১-এর আনুষ্ঠানিক লঞ্চ ২০২৬ সালের শুরুর দিকে হতে পারে। এটি বাজারে এলে, হিরোর অ্যাডভেঞ্চার সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত বাইক হবে।
এজেড